মানবিক মুখ নিয়ে মাঠের কৃষকদের কাছ থেকে সবজি কিনে দুস্থদের ত্রাণ বিলি
হলদিয়া :::হঠাৎ ঝড়-বৃষ্টির জেরে চাষিদের মাথায় হাত। করোনাভাইরাস এর জেরে একদিকে লকডাউন চলছে । অপরদিকে প্রকৃতি যেন বিরূপ চাষীদের উপর। মাঠের সবজি, পাকা ধান বেশিরভাগই নষ্ট হওয়ার পথে। হঠাৎ করে এত সবজি জল লেগে যাওয়ায় নষ্ট হবার সম্ভাবনা বেশী। রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রেরণায় তাই কৃষকদের কাছ থেকে সরাসরি ফসল কিনে নিল হলদিয়ার সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্ট। সেই সবজি ৪০০০ দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হলো। সম্প্রতি এই সবজি চুরি করার দায়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেল এক গৃহিণী। হলদিয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্ট হলদিয়ার দুর্গাচক থানা এলাকায় ক্ষুদিরাম স্কয়ারের পার্শ্ববর্তী মাঠে 10 রকমের সবজি বিতরণ করা হলো। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে দুপুর 12 টা থেকে ত্রাণ বিতরণ করা হলো।