কলকাতা

বরাহনগর থানার অাই সি শ্রী কুন্তল মন্ডল উদ্যোগে কোভিড ১৯ থেকে বাঁচতে একাধিক পদক্ষেপ

——— ঝুম্পা দেব ঝুম্পানাথ—-

গোটা বিশ্ব এই মুহূর্তে করোনা আতঙ্কে ভুগছে।। ভারতবর্ষ ও তার ব্যতিক্রম নয়।। পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার প্রশাসনিক বিভাগ যথেষ্ট দক্ষতার সাথে করোনা মোকাবিলা করে চলেছেন।। মাননীয়া মুখ্যমন্ত্রী বার বার অনুরোধ করে চলেছেন রাজ্যবাসীকে “মাস্ক ব্যবহার করুন, সোস্যাল ডিসটেন্সিং মেনে চলুন,, কোন রকম জমায়েত করবেন না।। করতে দেবেন না, নিরাপদ থাকুন সুস্থ থাকুন।। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার বরানগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী কুন্তল মন্ডল ও তার সহকর্মী পুলিশবাহিনী এবং ডানলপ সাব ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে আজ ডানলপ মোড়ে রাস্তায় চিত্র প্রদর্শনীর মাধ্যমে সেফ ড্রাইভ সেফ লাইফের পাশাপাশি কভিড-১৯ ভাইরাস সম্পর্কে সচেতনতার বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।।

বরানগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় কুন্তল বাবু জানিয়েছেন “মানুষ যাতে করোনা সম্বন্ধে অকারণে আতঙ্কিত না হয়ে এবং সজাগ থাকে সেটাই আমরা করতে চেষ্টা করেছি”। এছাড়া বরানগর থানা, বরানগর মিউনিসিপ্যালিটির তত্ত্বাবধানে বরানগরবাসী কে সজাগ এবং সুরক্ষিত থাকতে মাইকের মাধ্যমে প্রচার করা চলছে।অারও জানান
..বরাহনগর থানার অাই সি শ্রী কুন্তল মন্ডল..বলেন সবাইকে অনুরোধ লড়াই শুধু পুলিশ প্রশাসনের নয়। লড়াই আমার আপনার ও। লড়াই আমাদের,, আসুন সকলে মিলে এক হয়ে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করি।।

Related Articles

Back to top button