আন্তর্জাতিক
ব্রাজিলিয়ান স্বেচ্ছাসেবকের মৃত্যু অক্সফোর্ডের টিকা নিয়ে
সুমিত মজুমদার
বিরাট ধাক্কা খেলো অক্সফোর্ডের করোনা গবেষকেরা, সারা বিশ্ব জুড়ে স্বেচ্ছাসেবক দের একাট্টা করে ক্লিনিক্যাল ট্রায়ালে তাঁদের দেহে প্রয়োগ করেছিল করোনা ভ্যাক্সিন।
এর আগে এক স্বেচ্ছাসেবকের স্নায়ুর সমস্যা দেখার পর,এবারে এক ব্রাজিলিয়ানের মৃত্যু।
এই ঘটনায় স্বভাবতই হতাশ সমগ্র বিশ্ব। তবুও ভ্যাক্সিনের পরীক্ষা- নিরীক্ষা চালিয়ে যাচ্ছে অক্সফোর্ড গবেষকেরা।
AstraZeneca নামে Covid-19 নামের এই ভ্যাক্সিন ঐ ব্রাজিলিয়ানের শরীরে প্রয়োগের পর মারা যান তিনি।