আন্তর্জাতিক

সৃজিত কে চ্যালেঞ্জ মিথিলার প্রাক্তন স্বামীর

সুমিত মজুমদার

 

বাংলাদেশী মডেল সুন্দরী মিথিলাকে বিয়ে করেন এপার বাংলার সুনামধন্য পরিচালক সৃজিত মুখার্জি, এক কন্যার মা হওয়া স্বত্তেও মিথিলার রুপে মুগ্ধ হয়ে বিয়ে করেন পরিচালক। কিন্তু সৃজিত কে কি কারণে বিয়ে করতে বাধ্য হন
মিথিলা ?

সমালোচক দের মতে সৃজিতের দৌলতে টলিউড এবং বলিউড দুটি জায়গায় কাজের সুযোগ পাবেন, এমন আশা রেখেই সৃজিতের সংগ বিবাহ বন্ধনে আবদ্ধ হন মডেল সুন্দরী মিথিলা।

এদিকে স্ত্রী এবং কন্যাকে হারিয়ে শোকাচ্ছন্ন হয়ে পড়েন মিথিলার প্রাক্তন স্বামী তাহাসান। তাঁর বুঝতে অসুবিধা হয়নি মিথিলা জনপ্রিয়তার লোভে সৃজিতকে বিয়ে করেন।

শোক কাটিয়ে উঠে এবং ভক্তদেত ভালবাসায় আবারও নিজেকে জাহির করেছেন তাহাসান, ইতিমধ্যে

ইংরেজি ভাষায় একটি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নিজেই প্রযোজনা করেন, অবাক করার বিষয় এই ছবির সংগীত পরিচালক হলেন অস্কার জয়ী

এ,আর রহমান। একজন বলিউড বিখ্যাতের সংগে কাজ করে তাহাসান মিথিলা ও সৃজিত কে কিছুটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন, যে তিনি চাইলে বলিউডের সুপারস্টার দের সংগে কাজ করতে পারেন। এখন দেখার বিষয় সৃজিত ও মিথিলা কিভাবে চলচ্চিত্রে ফিরে আসেন, তা দেখার অপেক্ষায় এপার ওপার মানুষ।

Related Articles

Back to top button