পরকীয়া প্রেমের পরিনতিতে উদ্ধার ভাশুর ভাইবৌর ঝুলন্ত মৃতদেহ, চাঞ্চল্য এগরায়!
পূর্ব মেদিনীপুরঃ পূর্বমেদিনীপুর জেলার এগরা থানার এরেন্দাতে চাঞ্চল্য ছড়ায় রবিবার সকালে। গ্ৰামের গোবিন্দ বেরার বাড়িতেই উদ্ধার হয় যুবক যুবতীর ঝুলন্ত লাস। মৃত গৌবিন্দ বেরা( ৩৫)এবং লক্ষী সেনাপতি(২৮)।লক্ষী সম্পর্কে গৌবিন্দের মাসতুতো ভায়ের স্ত্রী, বাড়ি কাঁথি থানার মাজনা সংলগ্ন কাপাসদা গ্ৰামে। প্রতিবেশীদের দাবি, তাদের পরকীয়া সম্পর্ক পরিবার মানতে রাজী না হওয়ায় প্রেমিক ভাসুরের সাথে প্রেমিকা ভাইবৌ এক সঙ্গে সহমরনের সিদ্ধান্ত নেয় !
গ্রামবাসীরা সকালে দেখতে পায় গোবিন্দ বেরা (৩৫) নিজের বাড়িতে এক মহিলার সঙ্গে গামছা দিয়ে ফাঁসিতে ঝুলছে।মহিলার নাম লক্ষী সেনাপতি, বয়স আনুমানিক( ২৮)। লক্ষীর স্বামীর নাম বাসুদেব সেনাপতি ।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে এগরা থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের কাছ থেকে এই বিষয়ে তথ্য সংগ্রহ করছে বলে সূত্রের খবর।