দেশে করোনা আক্রান্ত ২৪ হাজার ৫০৬ জনের মধ্যে মৃত ৭৭৫ জন
দেশে মোট আক্রান্ত ২৪ হাজার ৫০৬ জনের মধ্যে মৃত ৭৭৫ জন ছাড়াও সেরে উঠেছেন বা নিজেদের দেশে চলে গেছেন এমন ব্যক্তির সংখ্যা ৫ হাজার ৬৩ জন। ফলে বর্তমানে দেশে আক্রান্তের সংখ্যা রয়েছে ১৮ হাজার ৬৬৮ জন। অন্যদিকে দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রাজ্যে বর্তমানে মহারাষ্ট্র। মৃতের নিরিখেও এই রাজ্যই সবার ওপরে। দেশে কেরলে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিললেও এখন নিজেদেরকে সামলে নিয়েছে এই বাম শাসিত রাজ্য।পাড়ার যে কোনও দোকান, ছোট ব্যবসাও খোলা যাবে। তবে সেসব দোকানে ৬০ শতাংশ কর্মী হাজির হতে পারবেন। তাঁদের সোশ্যাল ডিসট্যান্স, মাস্ক পরার পর নিয়মগুলো মানতে হবে। পাশাপাশি বলা হয়েছে হটস্পট এলাকায় খোলা চলবে না দোকান।তবে লকডাউন ৩১ দিন পার করার পরে বেশ কিছু ক্ষেত্রে নিয়ম বদল করতে চলেছে কেন্দ্র। শুক্রবার কেন্দ্রের তরফে নয়া এই নির্দেশিকা দেওয়া হয়েছে। খুলে দেওয়া হবে সব দোকান। মিউসিনিপ্যাল মার্কেট কমপ্লেক্সের যে কোনও দোকান খোলা থাকবে, অর্থাৎ প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্যান্য দোকানও খুতে বলা হয়েছে। তবে শপিং মল বন্ধই থাকবে।