ভারতীয় ক্রীড়া ইতিহাসের এক মহীরুহের বিদায়।
ভারতীয় ক্রীড়া ইতিহাসের এক মহীরুহের বিদায়। চুনী গোস্বামী আর নেই! এমন এক বটবৃক্ষের মতো ক্রীড়া ব্যক্তিত্ব, তাঁকে এককথায় ব্যাখ্যা করা কঠিনই।
তিনি শুধু ফুটবলের কিংবদন্তি নন, তিনি ছিলেন একাধারে ক্রিকেট ও টেনিসেও সমান দক্ষ ছিলেন। এককথায় তাঁর মতো অলরাউন্ডারের বিদায় ভারতীয় ক্রীড়া মহাকাশে এক নিদারুণ শুন্যতার সৃষ্টি করলো। ফুটবলে চুনীর নামের পাশে নানা মণিমানিক্য। কিন্তু ক্রিকেটেও তিনি ছিলেন বাংলার রঞ্জি অধিনায়ক। সব কিছু ঠিক থাকলে হয়তো তাঁকে আমরা ভারতীয় জার্সিতেও খেলতে দেখতাম। তবুও তাঁর ক্যারিশমা কমেনি। টেনিসেও তাঁর দক্ষতা ছিল প্রশ্নাতিত। সাউথ ক্লাবের তিনি আজীবন সদস্য ছিলেন। চুনী গোস্বামীও ছিলেন ‘পদ্মশ্রী’, এবং সিএবি-র তরফ থেকে কার্তিক বোস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছিলেন সারা জীবনের সাফল্যের স্বীকৃতিস্বরূপ।
পিকে আগেই চলে গিয়েছিলেন। সবে তাঁর মৃত্যুর একমাস হয়েছে। তার মধ্যেই চলে গেলেন তাঁর প্রিয় সতীর্থ চুনীও। তাঁর সঙ্গে আমার নিত্য যোগাযোগ ছিল। গত ১৬ই জানুয়ারি তাঁর ৮২তম জন্মদিনে ডাকটিকিট প্রকাশ অনুষ্ঠানে একইসঙ্গে কত গল্প হলো, একই সঙ্গে খেলাম কচুরি, পায়েস।
আজ সবই অতীত। চুনী গোস্বামীর মতো ক্যারিশমা ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে খুব কম জনের রয়েছে। যেখানেই থাকুন ভাল থাকুন আপনি। আপনার কৃতিত্ব, সাফল্যই আপনাকে চিরঅমর করে রাখবে।