ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর অ্যাসোসিয়েশনের ঝাড়খন্ড রাজ্য কমিটির দায়িত্ব নিলেন চিত্রদীপ
ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর অ্যাসোসিয়েশনের ঝাড়খন্ড রাজ্যের নতুন কমিটি গঠন হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর একাংশ। অ্যাসোসিয়েশনের জাতীয় সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার জানিয়েছেন, ঝাড়খন্ড রাজ্যে ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর অ্যাসোসিয়েশনের নতুন করে কমিটি গঠন কাজ শুরু হয়েছে দায়িত্ব পাচ্ছেন সকাল-সকাল পত্রিকার সাংবাদিক চিত্রদীপ মহাশয়। এই কমিটিতে সকাল-সকাল এর সম্পাদক সিদ্ধার্থ বাবু থাকতে পারেন বলে সম্ভাবনা রয়েছে। একটু একটু করে সারা ভারতবর্ষে বিস্তার লাভ করছে এই এসোসিয়েশন।সারা ভারতবর্ষের প্রতিটি রাজ্যে এই ভাবে নতুন কমিটি গঠন করার কাজ শুরু করেছে অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে। অ্যাসোসিয়েশনের জাতীয় সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার বলেন আমাদের চিন্তাভাবনা জাতীয় স্তরে রেখে সমস্ত সাংবাদিকদের সমস্ত কিছুর সুযোগ সুবিধার বিষয়ে আমরা পাশে থাকতে চাই যতদিন জীবিত থাকবো আমি। তবে তিনি এও বলেন সারা ভারতবর্ষের সাংবাদিকদের অত্যাচার অনাচার অবিচার বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ ও ধিক্কার জানাই। সাংবাদিক নিরাপত্তার দাবিতে অনড় জাতীয় সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার। তবে অ্যাসোসিয়েশনের দায়িত্ব পেয়ে চিত্রদীপ নিজে খুব আগ্রহী হয়ে রাজ্যজুড়ে নতুন সংগঠনের বিস্তার লাভ কাজে ঝাঁপিয়ে পড়েছে। তবে এদিন রাজ্যস্তরে সাংবাদিকদের মাসিক ভাতার দাবি উঠেছে এই রাজ্য থেকেও।যতদিন এগিয়ে যাচ্ছে ততই ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড হট এডিটর অ্যাসোসিয়েশন একটার পর একটা রাজ্য তাদের নতুন কমিটি গঠনের কাজ শুরু করে দিয়েছে। তবে অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য সারা পৃথিবী জুড়ে তারা সমস্ত সাংবাদিকদের একটা ছাতার তলায় নিয়েছে তাদের সুযোগ-সুবিধার কথা বলার জায়গা তৈরি করতে চাইছে। অ্যাসোসিয়েশন সম্পূর্ণ একটি নিরপেক্ষ ও রাজনৈতিক ভাবে কাজ শুরু করেছে আগামী দিনেও একই রকম অবস্থায় থাকবে।