ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর অ্যাসোসিয়েশনের কমিটিতে রদবদল।
একদিকে করোনা ভাইরাসের প্রকোপ অন্যদিকে লকডাউন দুইয়ের প্রভাবে মানুষ নাজেহাল হয়ে পড়েছে।এত কিছুর মধ্যেও সাংবাদিক পরিবার ও সাধারণ মানুষের পাশে সর্বদা সজাগ ভাবে কাজ করে চলেছেন ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর অ্যাসোসিয়েশন। সৎ নির্ভীক নিষ্ঠাবান হয়ে কাজ করে চলেছে সাংবাদিক মৃত্যুঞ্জয় সরদার, আর সেই কারণেই সৎ নির্ভীক সাংবাদিকদের পাশে দাঁড়াতে ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর অ্যাসোসিয়েশনের জন্ম দিয়েছিল আজ থেকে পাঁচ বছর আগে। সারা ভারতবর্ষে সাংবাদিক জগতের উপরে অত্যাচার অবহেলা অন্যায়ের বিরুদ্ধে বারবার পথে নেমেছে মৃত্যুঞ্জয় সরদার , অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মকর্তাকে সঙ্গে নিয়ে। সারা ভারতবর্ষে সর্বপ্রথম মৃত্যুঞ্জয় সরদার এর পক্ষ থেকেই দাবি তুলেছিল অনলাইন নিউজ পোর্টাল কে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আজও সেই দাবি বিবেচিত স্থান রেখেছে কেন্দ্রীয় সরকার। এই পাঁচ বছরে সংগঠনের একাধিকবার রদবদল হয়েছে বিভিন্ন ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন একই পদে জাতীয় সম্পাদক হিসেবে মৃত্যুঞ্জয় সরদার।একই ভাবে আজকের দিনে রাজ্য কেন্দ্র স্থলের কমিটিতে রদবদল হল।ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পদে থেকে প্রমোশন দিয়ে দেবাংশু চক্রবর্তী কে জাতীয় সভাপতির দায়িত্ব দেয়া হলো। পাঁচ পাঁচ বছর পরেও আবার জাতীয় সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হলো মৃত্যুঞ্জয় সরদার। জাতীয় সভাপতি বাশিরুল হক এর জায়গায় জাতীয় সভাপতি পদে নিয়ে আসা হয়েছে দেবাংশু চক্রবর্তীকে । দেবাংশু চক্রবর্তীর রাজ্য সভাপতি স্থানে বাশিরুল হক কে সেই দায়িত্ব দেয়া হয়েছে। প্রসেনজিৎ দোলুই রাজ্যের কার্যনির্বাহী সম্পাদক ছিলেন তাহাকে জাতীয় স্তরে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। জাতীয় স্তরে সাংগঠনিক সম্পাদকের জায়গায় সমীর দাস্ ছিলেন তাকে রাজ্যের কার্যনির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। স্বপন দত্ত বাউল পুনরায় জাতীয় সহ-সম্পাদক পদে রাখা হয়েছে। রাজ্যের সম্পাদক ছিলেন চন্দ্র শেখর সরকার পুনরায় সেই পদে বহাল করছেন। এই কমিটি যেসব কর্মকর্তারা ভালো কাজ করেছে তাদেরকে প্রমোশন দিয়ে রাজ্য স্তর থেকে কেন্দ্রীয় স্তরে নিয়ে আসা হয়েছে। তবে সংগঠনের পক্ষ থেকে জানা গেছে অ্যাসোসিয়েশনের হয়ে যারা ভালো কাজ করেছে তাদের নির্দিষ্ট যোগ্য জায়গায় দেওয়া হয়েছে, আর যারা দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছিল তাদেরকে অনেকে সরিয়ে দিয়েছেন এবং আরও রদবদল হতে পারে বিগত চার মাস ধরেই।ঝাড়খণ্ডের রাজ্য কমিটির সম্পাদক চিত্রদীপ কে জাতীয় স্তরের কমিটিতে সদস্য পদে নিয়ে আসা হয়েছে।এ বিষয়ে অ্যাসোসিয়েশনের জাতীয় সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার বলেন কমিটিতে পূর্ণাঙ্গ রদবদল হয়নি ,বিগত চার পাঁচ ধরে বেশকিছু রদবদল চলবে ।