আন্তর্জাতিক নার্সিং দিবসে আশা কর্মীরা দাবি নিয়ে অবস্থান।
আজ আন্তর্জাতিক নারী দিবস,এই দিবসকে উল্লেখ করে আসা কর্মীরা তাদের নিজেদের দাবি পেশ করছেন সারা বাংলা জুড়ে।সমস্ত কর্মচারীদের নিজেদের কথা বলার জন্য ইউনিয়ন বেছে নিয়েছে, এর থেকে বাদ পড়েনি আশা কর্মীদের। তারা নিজেদের মত দাবি তুলতে শুরু করেছে ইউনিয়নের মাধ্যমে। জীবনে চলার পথে মানুষের অসুবিধা পথে হয়। কর্মজীবনের অসুবিধা তাই তুলে ধরতে চেয়েছে আশা কর্মীরাপশ্চিমবঙ্গ আশা কর্মীরা ।তাই ইউনিয়নের”(এ আই টি ইউ সি অনুমোদিত) ডাকে ‘সারা বাংলা দাবি দিবস’ পশ্চিমবঙ্গের 300 বেশি ব্লকে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়। প্রত্যেকটি সেন্টারের আশা কর্মীরা কর্মীরা নিজেরা পোস্টার তিনটি দাবি লিখে এবং দাবি ব্যাজ পরিধান করে অভূতপূর্ব ভাবে আন্দোলনে সামিল হয়েছেন। তাদের সুনির্দিষ্ট তিনটি দাবি__ 1) জরুরী কালীন ও ঝুঁকিপূর্ণ কাজের জন্য আশা কর্মীদের অতিরিক্ত 10,000 টাকা কেন্দ্র ও রাজ্য সরকারকে দিতে রাজ্য সরকারকে দিতে হবে। 2)অবিলম্বে আশা কর্মী সহ সকল স্বাস্থ্যকর্মীর স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা ও সুরক্ষার জন্য সমস্ত সরঞ্জাম সরবরাহ করতে হবে। 3) কর্মক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে ।— এছাড়াও উল্লেখ্য সারা পশ্চিমবাংলায় আশা কর্মীদের সঙ্গে ফাস্ট এ এন এম এম এবং সেকেন্ড এ এন এমরাও তাদের দাবি নিয়ে একই দিনে ‘দাবি দিবসে’ সামিল হয়েছে। ‘পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের’ রাজ্য সম্পাদিকা, ইসমত আরা খাতুন জানান- আমাদের দাবি অবিলম্বে সরকার বিবেচনা না করলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।