জেলা
আন্তর্জাতিক নার্সিং দিবসে করোনার যোদ্ধা নার্সদের শুভেচ্ছা জ্ঞাপণে হলদিয়া দুর্গাচক থানার পুলিশ
হলদিয়া ::করোনা ভাইরাসে সংক্রমিত রোগীদের সুস্থ করে তোলার পেছনে চিকিৎসকদের পাশাপাশি পরিশ্রম রয়েছে নার্সদেরও। পরিবারের সঙ্গে একপ্রকার বিচ্ছেদ নিয়ে দিনরাত হাসপাতালেই করোনা রোগীদের সেবায় দিন কাটছে তাঁদের। আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে সেইসব নার্সদের প্রতি শ্রদ্ধা জানালেন হলদিয়ার দুর্গাচক থানার পুলিশ কর্মীরা । মঙ্গলবার রাতে হলদিয়া মহকুমা হাসপাতালের সমস্ত নার্সদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সবাইকে একটি করে গোলাপ ফুল এবং মিষ্টির প্যাকেট দিয়ে শুভেচ্ছা জানালেন। দুর্গাচক থানার এসআই অশোক ঘোষ বলেন, সরকারি নির্দেশে আন্তর্জাতিক নার্সিং দিবস উপলক্ষে আমরা পুলিশকর্মীরা হলদিয়া মহকুমা হাসপাতালে নার্সদের শুভেচ্ছা জ্ঞাপন করতে এসেছি।
বাইট অশোক ঘোষ, পুলিস,