জাতীয়
ইস্পাতনগরী জামশেদপুরের গরীব মানুষের পাশে সামাজিক সংগঠন “সবুজ বাংলা”
জামশেদপুর: করোনা মোকাবিলায় চলা রাজ্যে লকডাউনের ফলে বাড়িতে আটকে পড়া ইস্পাতনগরী জামশেদপুরের অসহায় মানুষদের উদেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিল জামশেদপুরের সামাজিক সংস্থা “সবুজ বাংলা”. সবুজ বাংলার সভাপতি শ্রীমতি মৌসুমী দাস জানালেন, বিগত ২২ দিন যাবৎ জামশেদপুরের বিভিন্ন জায়গায় অসহায় ক্ষুদার্থ মানুষদের মুখে দু-বেলা অন্ন তুলে দেওয়া হচ্ছে। জামশেদপুরের পরশুডিহ, কিতাডিহ, করণডিহ, বাগবেডা সহ একাধিক জায়গায় প্রত্যেক দিন ২১০জন পরিবারের হাতে রেশন তুলে দেওয়া হচ্ছে।প্রতিটি পরিবারের জন্য তৈরি এই প্যাকেটে থাকছে চাল, ডাল, আলু, লবণ ও সাবান। তিনি জানান প্রত্যেকদিন ভাস্কর দাস, সঞ্জয় কুমার, রাজেশ কুমার নির্সার্থ ভাবে সমাজের জন্যে কাজ করে যাচ্ছেন।