ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলম’কে এক ডজনেরও বেশি রাস্তা মেরামত ও নির্মাণের প্রস্তাব দিলেন বিধায়ক মঙ্গল কালিন্দ
চিত্রদীপ ভট্টাচার্য্য ,জামশেদপুর: খুব শীঘ্রই জুগসালাই বিধানসভা এলাকার বাসিন্দারা পুরানো ভাঙ্গা রাস্তাগুলির পাশাপাশি অনেক নতুন রাস্তার উপহার পাবেন বলে আশা করা হচ্ছে। এ প্রসঙ্গে এলাকার বিধায়ক মঙ্গল কালিন্দী আজ গ্রামীণ উন্নয়ন মন্ত্রী (বিশেষ বিভাগ) ও গ্রামীণ পূর্ত দফতর আলমগীর আলমের সাথে দেখা করেছেন এবং অনেক রাস্তা সংস্কার ও নির্মাণের অনুমতি চেয়ে আবেদন করেছেন। এর আগে জমা দেওয়া স্মারকলির ভিত্তিতে তিনি এতে সহযোগিতা করার অনুরোধও করেন। স্মারকলিপিতে ভূঁইসিনান থেকে ভুলা মোড় পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার রাস্তা মেরামত, বাঁমানি মোড় থেকে খেডুয়া পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা মেরামত, কানকিডিহ মোড় থেকে ডেমুডিহ মোড় ৫ কিলোমিটার এবং খেডুয়া বড় বাঁধ থেকে নবদীহ পর্যন্ত ২ কিলোমিটার পর্যন্ত রাস্তা এবং ২০মিটার সেতু নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। বিধায়ক মঙ্গল কালিন্দী সমস্ত রাস্তা মেরামত ও নির্মাণের জন্য প্রশাসনিক অনুমোদনের জন্য অনুরোধ করেন মন্ত্রীর কাছে। মঙ্গল কালিন্দী বিগত স্মারক লিপিটি’র ব্যাপারে তাঁকে সহযোগিতার কথা বলেন।