জাতীয়
জামশেদপুরের পরশুডিহ ও বাগবেড়া অঞ্চলে পানীয় জল সরবরাহ করছে সেবা হি লক্ষ্য
জামশেদপুর:গরমের দিন শুরুর হওয়াতে জামশেদপুরের একাধিক জায়গায় পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছে। করোনার রোধের জন্যে লোকেরা গৃহবন্দী। ইস্পাত নগরীর পরশুডিহ ও বাগবেড়া অঞ্চলে লোকেদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এই পরিস্থিতিতে সামাজিক সংস্থা সেবা হি লক্ষ্য এর তত্বাবধানে ট্যাঙ্কার এর দ্বারা সোমবার থেকে পানীয় জল সরবরাহ শুরু করা হলো। সংস্থার সভাপতি মাণিক মল্লিক জানান, দুঃস্থ লোকেদের সেবাই আমাদের একমাত্র লক্ষ্য তাই পরশুডিহ ও বাগবেড়া অঞ্চলে ট্যাঙ্কার দ্বারা পানীয় জল, মেলেরিয়া, ডেঙ্গি প্রকোপ থেকে বাঁচার জন্যে ফগিং এবং প্রত্যেক এলাকায় স্যানেটাইজও করা হচ্ছে। শচীন প্রসাদ, সোমু ভৌমিক, বুগলু ব্যানার্জী, রঞ্জন রায়, রিঙ্কু ভট্টাচার্যী, নরেন দত্ত, দেবু চক্রবর্তী, মদন দে, সঞ্জয় কুণ্ডু, আলোক দে, গোপাল মুখার্জী, চঞ্চল চক্রবর্তী, বিল্টু সরকার সহ অন্যরা সহযোগিতা করেন।