জাতীয়
জামশেদপুরে সবুজ বাংলা সোসাইটি আর্সেনিক এলবাম ৩০ বিতরণ করলো
জামশেদপুর: সামাজিক সংগঠন সবুজ বাংলা সোসাইটি’র পক্ষ থেকে রবিবার করোনা মহামারী রোধের জন্য হোমিওপ্যাথিক ঔষধ আর্সেনিক এলবাম ৩০ বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি শ্রীমতি মৌসুমী দাস জানান ইস্পাত নগরী জামশেদপুরের একাধিক জায়গায় আর্সেনিক এলবাম ৩০ বিতরণ করা হয়েছে। প্রসঙ্গত সংগঠনের পক্ষ থেকে লকডাউন চলাকালীন দুস্থ পরিবার দের উদ্দেশ্যে রেশন বিতরণ করা হয়ে ছিল। রবিবারে কর্মসূচিতে ভাস্কর দাস, বাবিন দাস, অরূপ ভট্টাচার্যী সহ অন্যান্যরা সহযোগিতা করেন।