জাতীয়

জামশেদপুরে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস এর আয়োজন


জামশেদপুর: ডঃ এস. পি. চ্যাটার্জী ফাউন্ডেশন এর তত্বাবধানে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস এর আয়োজন জামশেদপুরের বিষ্টুপুরের ইউনাইটেড হোমিও হল এ করা হয়। ফাউন্ডেশনের কর্নধার ডঃ টি কে চ্যাটার্জী জানালেন করোনার প্রকোপে সারা বিশ্ব গৃহবন্দী যার খুব খারাপ পড়েছে থ্যালাসেমিয়া রোগীদের উপর. রোগীদের মধ্যে রক্তের অভাব দেখা দিচ্ছে। লক ডাউনের কারণের রক্ত সরবরাহ কর সম্ভব হচ্ছে না। ডঃ চ্যাটার্জী আওহ্বান করেন এই দুঃসময়ে রক্তদান করে মানুষের জীবন দানের  জন্য লোকে এগিয়ে আসুক। তিনি বলেন বিয়ের আগে প্রত্যেক নব দম্পতি যেন থ্যালাসেমিয়া জন্যে রক্ত পরীক্ষা করে। যাতে আগামী প্রজন্ম থ্যালাসেমিয়ায় আক্রান্ত না হয়। অনুষ্ঠানে সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে ডঃ অনিন্দিতা রাজ, ডঃ পি. পি ব্যানার্জী,  ডঃ প্রতিভা ভট্টাচার্যী, ডঃ এস.কে দাস সহ অন্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button