রাজ্য

সততা ও নিষ্ঠার আশ্চর্য্য প্রদীপের আলোয় মোল্লা জসিম উদ্দিন সাহেবের প্রতিভা আলোকিত ।

সংবাদদাতা যিনি রাষ্ট্রপতি , উপরাষ্ট্রপতি , বাংলার রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী এবং বাংলাদেশ সহ ঢাকা , আমেরিকার কাছে স্নেহধন্য সম্মানীত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী ,বহুমুখী প্রতিভা ও নিঃস্বার্থ বিনাপারিশ্রমিকে সমাজ সচেতনের বাউলশিল্পী স্বপন দত্ত —-

মোল্লা জসিম উদ্দীন সাহেবের সাংবাদিকতায় তার নিষ্ঠা , সততা , কঠোর পরিশ্রম ও কত আঘাত , সমালোচনা , ঘাত প্রতিঘাতের মধ্যেও তার কলম থেমে থাকে নি দেখে আমি মুকদ্ধ । লেখালেখিতে তার কলমের ধার ও শিল্পকলা সাহিত্য বাসরে তার শিল্পী সুলভ মনের পরিচয় , সত্যিকারের গুণীজন ও প্রতিভাকে সম্মানপ্রদান , এবং নিজের তৈরি খবরাখবর পোর্টাল news গরুপের মাধ্যমে মানুষের ঘরে ঘরে সমস্ত খবর আগাম পৌঁছে দেওয়া , ও বিভিন্ন দৈনিক পত্রিকায় তার news লেখা লেখি আমার মন কেড়েছে । কলকাতার বুকে নিজেকে সাংবাদিক রূপে প্রতিষ্ঠিত করেছেন নিজের সাধনার জোড়ে । আর daily hunt লিঙ্কে তার সংবাদ প্ররিবেশনে বিশ্ব জুড়ে সুনাম পেয়ে চলেছেন । জসিমউদ্দিন সাহেব আমার মত এক হতভাগা , অতি দিন দরিদ্র দুস্থ বহুমুখী প্রতিভাও বাউলকে তার কুমুদ মেলায় সম্মান করে আমন্ত্রণ করে মঞ্চে অনুষ্ঠান করার সুযোগ দিয়েছেন। এবং চারণ কবি লোচন দাস রত্ন সম্মান দিয়েছেন । খুদার্ত এই স্বপন বাউল ও সাংবাদিক কে খেতে দিয়েছেন যা আমার জীবনে অনেক পাওয়া। আমি আকাশবাণীর গীতিকার কাব্যাগীতি রূপেই আমার লেখা গানের কথায় বলি ।। জসিম সাহেব তোমার কাছে আমার অনেক ঋণ । জানি এজিবনে আসবে নাতো কোনো পরিশোধের দিন।।উনি মানুষ কেই ভজন পূজন করে মানুষের মাঝে দেখেন মানুষই মানুষ রতন । মোল্লা জসিম উদ্দিন সাহেব বলেন মানুষের মাঝেই ঈশ্বর বলুন আর আল্লা বলুন সব সময় বিরাজ করছেন। সকল জীবের মধ্যেই ঈশ্বর বিদ্যমান । মোল্লা জসিম সাহেব বলেন আমি দেখেছি অনেক মানুষ শুধু সমালোচনা করেন অপরের। কিন্তূ সেই মানুষটি জানে না ঈশ্বর যাকে যত টুকু বিদ্যা জ্ঞান বুদ্ধি , প্রতিভা দিয়েছে তার গন্ডির বাইরে কেউ এগিয়ে যেতে পারবে না সুতরাং কলাকুশলীরা যত টুকু প্রতিভার অধিকারি ততটুকুই তারা প্রদশন করতে পারবে বেশি ভালো ও পারবে না আর খারাপ ও পারবে না । তাই আমি আমার কুমুদ সাহিত্য মেলা তৈরি করেছি যার যত টুকু প্রতিভা তাকে আমি আমার যতটুকু সামর্থ আমি পুরস্কার ও মানপত্র দিয়ে সম্মানীত করে চলেছি ও ভবিষ্যতেও করব । একেবারে ঠিক জসিম সাহেবের কথা তিনি জাত ,ধর্ম ,উচ্চ ,নিচ, গরিব, বড়লোক কিছুই ভেদাভেদ পছন্দ করেন না তিনি বলেন মানুষই ঈশ্বর ও আল্লা ।জীবের মাঝে যে প্রাণ টি আছে সেখানেই ঈশ্বর বিরাজ করছেন তাই তো জীবজগত বেঁচে আছে তাই তো আমি মানুষকে ভালোবাসি । আমি চাই আমার সমালোচনা হোক আমার মা বলতেন ওরে জসিম তোর যতদিন সমালোচনা থাকবে তুই ততদিন মানুষের অন্তরে বেঁচে থাকবি আর সমালোচনা থেমে যাওয়া মানে তোর ওখানেই উন্নতি সব বন্ধ হয়ে যাওয়া । সমালোচনা থেকেও অনেক শিক্ষা পাওয়া যায় সাবধানতা অবলম্বন করা যায় ।। জসিম উদ্দিন সাহেবের উদার মন মানুষের দুক্ষ কষ্টে কাঁদে ক্ষুধার্ত র জন্য কষ্ট পায় এটাই স্বাভাবিক ,সত্যিকারের সাংবাদিক ও লেখালেখি ও গুণীজন হতে গেলে তাকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে একদিন ঈশ্বর ঠিক আসল ও উন্নতির পথ নিজেই দেখান ।। এর আগে জসিম উদ্দিন সাহেবের সাংবাদিক জীবনে অনেক হুমকি ও কষ্টের কথা আমি শুনে নিজে সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক নিগ্রহ নিয়ে প্রতিবাদ করেছিলাম ।। আজ সেই মোল্লা জসিম উদ্দিন সাহেব তার নিষ্ঠা ও সততা ও প্রতিভার জোড়ে মানুষের মনের ঘরে জেলা রাজ্য দেশ ও বিদেশেও স্থান করে নিয়েছেন । একদিন ঈশ্বর ওনাকে উচ্চ সম্মানের আসনে বসাবেন নিশ্চই কারণ সততা ও নিষ্ঠা ও সত্যিকারের প্রতিভা মোল্লা জসিম উদ্দিন সাহেবের মধ্যে আছেআমি দেখেছি আমার শিল্পকলা সাধনার চোখে । সত্যের জয় সবসময় সেটা বহু সমালোচিত ও নিগৃহীত সাংবাদিক মোল্লা জসিম উদ্দিন সাহেব নিজেকে নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিলেন সৎ পথে থাকলে কর্মের মধ্যে নিষ্ঠা ও সততা থাকলে সকলেই তার লক্ষ্যে ও সঠিক গন্তব্য স্থলে পৌছাবেই কেউ আটকাতে পারবে না কারণ ঈশ্বর বলুন ভগবান বলুন আর আল্লা বলুন ওনাদের আশির্বাদ সততার মাথার উপর পুষ্প বৃষ্টি হয়ে পড়ে ।

Related Articles

Back to top button