ঝাড়খণ্ডের স্বাস্থ্য মন্ত্রী বান্না গুপ্তা’র নির্দেশে জামশেদপুর পশ্চিমে অস্থায়ী সহায়তা কেন্দ্রের মাধ্যমে ত্রাণ বিতরণ
চিত্রদীপ ভট্টাচার্য্য
জামশেদপুর: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পুরোদেশ এখন লকডাউনের ভেতর দিয়ে যাচ্ছে। এই সময়ে জনসাধারণের চলাচল সীমিত। জামশেদপুর পশ্চিমের বিধায়ক সহ রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে গত ২১দিন যাবত্ বাড়ি বাড়ি গিয়ে দুঃস্থ ও গরীব মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্তের নির্দেশে কংগ্রেস কর্মীদের দ্বারা জামশেদপুর পশ্চিম বিধানসভার প্রতিটি জায়গায় জন আহার সেবা কর্মসূচির আওতায় প্রতিদিন নিখরচায় খাবার সরবরাহ এবং প্রয়োজনীয় রেশন অস্থায়ী সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রগুলির কদমা-৭, সোনারি-৬, বিশুপুর, মানগো আজাদ বস্তি -৬, ডিমনা রোড -৪, এমজিএম -৩। কংগ্রেসের কর্মী সমর্থকদের দ্বারা দিন-রাত নিঃস্বার্থ পরিশ্রম করে মোট ১ লক্ষেরও বেশি লোককে খাওয়ানো হয়েছে এবং একই সাথে প্রায় ২৫০০০ পরিবারকে রেশনও সরবরাহ করা হয়েছে।