জীবিকা

ব্যাগ নিয়ে অপেক্ষায়, অন্তিম লগ্নে এর জন্য! ফলের বাজারে অগ্নিমূল্য নাকি সস্তা??

 

লক্ষ্মী লাভের আশায়, দীর্ঘ লকডাউনে কর্মহীন পরিবার দিন গুনছিলেন অনেকদিন আগে থেকেই! অবশেষে লক্ষীদেবী কে সন্তুষ্ট করার সেই দিন! ভক্তবৃন্দ মা মা লক্ষ্মীর পুজোর উপকরণ জোগাড় করতে হচ্ছে নাজেহাল! আজ সন্ধ্যে থেকে পূর্ণিমা লাগলেও থাকবে আগামীকাল পর্যন্ত! তাই ফলের দাম শুনে বাজারের ব্যাগ নিয়ে অপেক্ষায় একদম শেষ লগ্নের জন্য। চলুন বাজারে একবার ঘুরে আসি..
রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর চাকদা কল্যাণীর বাজার অনুযায়ী আজকের বাজার দর ছিল এইরকম..
শসা 50 প্রতি কেজি
কাঁঠালি কলা 4 টাকা প্রতি পিস
আপেল 100 টাকা কেজি
তরমুজ 50 টাকা কেজি
বেদনা 180 টাকা কেজি
মৌসম্বি 10 টাকা পিস
আঙ্গুর 200 টাকা কেজি
রাঙালু 80 টাকা কেজি
শাকালু 80 টাকা কেজি
নারকেল 50 টাকা পিস
খেজুর 100 টাকা কেজি
পেয়ারা 50 টাকা কেজি
বাতাবি লেবু 10 টাকাপিস
আখ 20 টাকা পিস
পানিফল 50 টাকা কেজি
ন্যাশপাতি 200 টাকা কেজি আনারস 90 টাকা পিস।

Related Articles

Back to top button