করোনা যোদ্ধা সম্মান পেলেন মৌসুমী দাস
জামশেদপুর। করোনা অতিমারীর সময় সুন্দরনগরের অভাবী মানুষের মধ্যে মোদী রেশন এবং মোদী খাবার বিতরণে যে গুরুত্বপূর্ণ কাজ গুলি বিজেপি নেতা, কর্মী এবং সমাজকর্মীরা করেছেন তা সত্যিই প্রশংশনীয়.সুন্দর নগর বিজেপি মন্ডলের তত্বাবধানে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে এই কথা বললেন জামশেদপুরের সাংসদ বিদ্যুত্ বরণ মাহাতো.
তিনি বলেন অভাবী লোকদের মধ্যে শুকনো রেশন এবং খাবার পোঁছে দিয়ে বিজেপি পরিবার এবং করোনা যোদ্ধারা সমাজের প্রতি তাদের বাধ্যবাধকতাটি পূরণ করেছেন।
ভারতীয় জনতা পার্টি সুন্দরনগর মন্ডল এর সভাপতি চঞ্চল চক্রবর্তীর নেতৃত্বে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজসেবী মৌসুমী দাস সহ একাধিক করোনা যোদ্ধাদের পুষ্পস্তবক ও অঙ্গ বস্ত্র দিয়ে সম্বর্ধনা হয়।
অনুষ্ঠানে পোটকা বিধানসভার প্রাক্তন বিধায়ক শ্রীমতী মেনকা সরদার, জেলা পরিষদের সহ সভাপতি রাজকুমার সিং, বিজেপি মহানগর জেলা সভাপতি গুঞ্জন যাদব, বিজেপি নেতা উপেন্দ্রনাথ (রাজু) সরদার, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।