21 শে জুলাই শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি কাঞ্চন কাজীর বর্ধমানের 26 নম্বর ওয়ার্ডে
স্বপন দত্ত —– আজ 21 শে জুলাই , প্রতিবছর এই দিনটিতে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস শহীদ দিবস হিসাবে পালন করে । 19 93 সালে তৎকালীন সরকারের পুলিশের গুলিতে তৃণমূল কংগ্রেসের কত যুবক প্রাণ হারিয়েছিলেন কলকাতার মাটিতে । কত মায়ের কোল শুন্য হয়েছিলো সেদিন । শুধুমাত্র তৃণমূল কংগ্রেস দল টিকে ভালোবেসে তারা কলকাতায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এই দিনটিতে দাঁড়াতে গিয়ে প্রাণ হারান । মাননীয়া দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই থেকে প্রতিবছর আজও 2020 এই 21 শে জুলাই দিনটি তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস হিসাবে পালিত হয়ে আসছে সাড়ম্বরে সারা বাংলায়। এ বছর করোনার জন্য প্রতিবছরের মত হাজার হাজার তৃণমূল কর্মী নিয়ে শহীদ দিবস কলকাতায় পালন করা সম্ভব হলো না । দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় শহীদ দিবস পালন করে বাংলার জনগণের উদ্দেশ্যে তার ভাষণ দেন মুল্য বান বক্তব্য রেখে। তাই বাংলার সকল তৃণমূল কর্মী তাদের জেলায় জেলায় পাড়ায় পাড়ায় শহীদ ভাইদের ফুল মালায় তাদের প্রতি শ্রদ্ধা জানান। পূর্ব বর্ধমানের পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের যিনি তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক সেই কাঞ্চন কাজী সাহেব তার এলাকার সকল তৃণমূল কর্মীদের নিয়ে আজ 21 শে জুলাই শহীদ দিবস পালন করেন। এই 26 নম্বর ওয়ার্ড যার 10 টি বুথে ঘুড়ে ঘুড়ে তারপর গোদা কয়েত তলায় তিনি পতাকা উত্তোলন করেন । কাঞ্চন কাজী সাহেব শহীদ বেদিতে মাল্য দান করেন এবং বহু মানুষ দূরত্ব বজায় রেখেই উপস্থিত ছিলেন ।কাঞ্চন কাজী সাহেব দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে দল টিকে ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায় কে সম্মান করে সবসময় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে চলেছেন। যারা আজকের দিনটিতে শহীদ হয়েছিলেন সেই শহীদ ভাইদের আত্মার শান্তি কামনা করেন । এমন জনদরদী নেতা কাঞ্চন কাজী বাবুর নাম সকলেই জানেন ।কিভাবে করোনা লক ডাউনে ও আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সবসময় দাঁড়িয়ে এসেছেন তা এর আগে বিভিন্ন খবরের মাধ্যমে মানুষ সকলেই জেনেছেন । 26 নম্বর ওয়ার্ড বাদে ও বর্ধমানের যে কেউ কোনো সমস্যায় পড়লে কাঞ্চন কাজী সাহেবের কাছে ছুটে যান নিজেদের অভিভাবক ভেবে । নিজের সাধ্য মত সকলের পাশেই দাঁড়ানোর চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে এবং ওনার আশির্বাদ মাথায় নিয়ে। শহীদ স্মরণে আজকের দিনে 26 নম্বর ওয়ার্ড ঘুড়ে ঘুড়ে সমস্ত বুথে তিনি শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানান। এবং তার মূল্য বান বক্তব্যে বলেন তৃণমূল দল টিকে সত্যিকারের ভালোবাসতে হবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হতে হবে তবেই সকলে মিলে মা মাটি মানুষের পাশে সবসময় থাকতে পারা যাবে। আসুন আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে চলি মানুষের সাথে মানুষের পাশে থাকার চেষ্টা করি । সব বুথে নিজে উপস্থিত থেকে শহীদ ভাইদের পতি প্রনাম জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন, ও শহীদ ভাই অমর রহে শ্লোগানে মুখরিত করেন পূর্ব বর্ধমানের পৌরসভার 26 নম্বর গোটা ওয়ার্ড ঘুড়ে ঘুড়ে।