বিনোদন

কোলাঘাটের শরৎ সেতুতে লকডাউন নিয়ে তথ্যচিত্র শুটিং।

কোলাঘাটের শরৎ সেতুতে লকডাউন নিয়ে তথ্যচিত্র শুটিং। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই ফিল্ম তৈরি হচ্ছে। আজ সেতুর উপরে একটা না দু’ঘণ্টা ধরে শুটিং করা হয়। ডাক্তার বাবু দের কে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। শুটিং চলাকালীন উপস্থিত হয়েছিলেন যথাক্রমে। কোলাঘাট থানার ওসি রাজকুমার দেবনাথ, ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব মণ্ডল,কোলাঘাট হাই ইন্সপেক্টর গৌতম প্রামাণিক।তথ্যচিত্র নির্মাতারা জেলা জুড়ে বিভিন্ন জায়গায় শুটিং করবেন বলে জানা গেছে।

Related Articles

Back to top button