কালবৈশাখী ঝড়ে বোরো চাষের ক্ষতি।
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর:দেশপ্রাণ ব্লক, কাঁথি-১, কাঁথি-৩ ব্লক সহ কাঁথি ও এগরা মহকুমা র সমস্ত ব্লক এবং জেলা জুড়ে গতকালের ঝড়বৃষ্টির তাণ্ডবে মাঠের পাকা ও অাধপাকা বোরো চাষের ধানের সলিলসমাধি ঘটেছে। জমাজলে ধান ও কাদার মাখামাখি অবস্থা। ফসলের দফারফায় চাষির হাঁসফাঁশ অবস্থা। পাকাধানে মইর ফলে লকডাউনে কর্মহীন চাষীদের শেষ সম্বল টুকুও ধ্বংসস্তূপে পরিণত। হাজার হাজার হেক্টর জমিতে বারো চাষের ক্ষয়ক্ষতি কয়েকশত কোটি টাকা।দেশপ্রাণ ব্লকের চালতি অঞ্চলের পশ্চিম পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ জলে থৈথৈ। অারো অনেক নীচু জায়গায় জল জমেছে। জেলা কৃষি দপ্তর দুর্যোগের অাগাম খবর দিয়েই খালাস।ক্ষেতমজুরের মজুরি দেওয়ার অর্থও অনেক কৃষকের হাতে নেই। ধান কাটাকে একশ দিনের কাজে অন্তভূক্ত করার জেলা প্রশাসনের কাছে অাবেদন নিবেদনও নিষ্ফলা। জেলা কৃষি অধিকর্তা ও রাজ্যের কৃষি উপদেষ্টা কে ই-মেইল বার্তা পাঠিয়ে শস্য বীমা যোজনায় ক্ষতিপূরণ প্রদান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের অাবেদন জানিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।