রাজ্য
কালিতলা ওভারব্রিজের নীচে রেলের ওভার হেড তার ছিঁড়ে পড়ে ।
স্বপন দত্ত —- বীরভূম জেলার বোলপুর রেল স্টেশনের কাছে ডাঙ্গালী কালিতলা ওভারব্রিজের নীচে রেলের ওভার হেড তার ছিঁড়ে পড়ে । সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ও পুলিশকর্মী ছুটে আসে এবং রেলের কর্মীদের সহযোগিতায় রেলের ওভার হেড তারকে আবার সংযোগ করা হয় । এই রকম ভাবে সকলের সহযোগিতায় রেলের কাজ যদি তাড়াতাড়ি হয় তা হলে ভবিষ্যতে রেল অনেক ক্ষতি থেকে রক্ষা পাবে ।