কালনা কাটোয়া মহকুমার বিভিন্ন ব্লকের বুথে বূথে শহীদ দিবস পালন তৃণমূলের
শ্যামল রায়, কালনা:মঙ্গলবার ছিল শহীদ দিবস। তৃণমূল কংগ্রেস শহীদ দিবসকে যথাযোগ্য মর্যাদার সাথে বিভিন্ন মহকুমার ব্লকে ব্লকে গ্রাম পঞ্চায়েত এলাকার।বুথে বুথে অস্থায়ীভাবে শহীদ বেদী তৈরি করে শ্রদ্ধা নিবেদন পুষ্পাঞ্জলী এবং দলীয় পতাকা উত্তোলন করেন তৃণমূলের নেতাকর্মীরা।
এদিন পূর্বস্থলী 1 নম্বর ব্লকের শ্রীরামপুর হেমাতপুর মোড়ে তৃণমূলের কার্যালয়ের সামনে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২১ জুলাই পালন করা হয়। শহীদ বেদীতে মাল্যদান করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দেবনাথ। তিনি শহীদ বেদীতে মাল্যদান এরপর দলীয় পতাকা উত্তোলন করেন এবং জানিয়ে দেন যে ১৯৯৩ সালের একুশে জুলাই তাদের ১৩ জন যুব তৃণমূল কর্মী নিশংস ভাবে খুন হয়েছিলেন। প্রতিবছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা তৃনমূল কংগ্রেসের সৈনিক শহীদ দিবস যথাযথ মর্যাদায় পালন করে থাকি এবছর কলকাতার ধর্মতলা সমাবেশ হয়নি কিন্তু আমরা বিভিন্ন ব্লকের পঞ্চায়েত এলাকার তৃণমূল কার্যালয়ের সামনে এবং বিভিন্ন জনবহুল এলাকায় আমরা২১ জুলাই পালন করেছি।এছাড়াও সমুদ্রগড় নাদন ঘাট থানা মরে এবং বিদ্যানগর বিভিন্ন এলাকায় তৃণমূলের নেতারা শহীদ দিবস পালন করেন। উপস্থিত ছিলেন বিভিন্ন জায়গায় হালিম মন্ডল নিশিকান্ত বিশ্বাস বাসুদেব মন্ডল রতন বিশ্বাস পরিমল দেবনাথ নবকুমার কর এবং তৃণমূলের জেলা সভাপতি মন্ত্রী স্বপন দেবনাথ।
এছাড়াও কালনা ২ নম্বর ব্লকে ২১ জুলাই উদযাপিত হয় শহীদ বেদীতে মাল্যদান এবং কালো ব্যাজ পরে সম্মান জানানো হয় শহীদদের। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায় সহ অনেকে। এছাড়াও কালনা শহরে ২১ জুলাই উদযাপিত হয় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দলীয় পতাকা উত্তোলন কর পৌরসভার প্রশাসক দেবপ্রসাদ বাগ সহ অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়াও কাটোয়া বিধানসভা এলাকায় ২১ জুলাই উদযাপিত হয়। কাটোয়া শহরে শহীদ বেদীতে মাল্যদান করেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কাটোয়া 2 নম্বর ব্লকে শহীদ বেদীতে মাল্যদান করেন সুব্রত মজুমদার জগদানন্দপুর গৌতম ঘোষাল তৃণমূল কংগ্রেস কার্যালয় প্রধান এবং শহীদ বেদীতে মাল্যদান করেন নিতাই সুন্দর মুখার্জি সহ অনেকে। সকলেই ১৩ জন শহীদের কথা উল্লেখ করেন এবং একুশে জুলাই এর তাৎপর্য তুলে ধরা হয়।