কালনা 2 নম্বর ব্লকের আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ বাবদ টাকা একাউন্টে দিল বিডিও
শ্যামল রায়, কালনা:কালনা ২ নম্বর ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকা দিলেও স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক।মঙ্গলবার সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলনদেবঘড়িয়া জানান যে দুইদিন ধরে ক্ষতিগ্রস্তদের টাকা একাউন্টে তুলে দেওয়ার কাজ শেষ করেছি আমরা। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে ব্লকের ১০৫ জন ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে কুড়ি হাজার টাকা করে একাউন্টে দেয়া হয়েছে। এছাড়াও ৫৯৫ জন কে ৫ হাজার টাকা করে দেয়া হয়েছে। এছাড়াও জেলার ক্ষেত্রে ৮৭ জনকে ক্ষতিগ্রস্তদের মধ্যে টাকা দেয়া হবে। এর মধ্যে ১২জন পাবেন কুড়ি হাজার টাকা করে আর ৭৫ জন পাবেন পাঁচ হাজার টাকা করে।
প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে টাকা তুলে দিতে পেরে ভাল লাগছে সেই সাথে আমার ব্লকের প্রত্যেক কর্মচারীরা এই কাজে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন।ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন যে লকডাউন চলাকালীন আমরা কর্মহীন হয়ে পড়েছি। ক্ষতিগ্রস্ত এর টাকা পেয়ে আমরা ভীষণ উপকৃত হলাম।