কালনা এক নম্বর ব্লকের নশরতপুর এলাকায় বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান
শ্যামল রায়, কালনা:বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন শতাধিক কর্মী। সোমবার তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন যে কেন্দ্র সরকারের প্রতি আশা ভরসা ছেড়ে বহু বিজেপির দায়িত্বশীল কর্মীরা ছেড়েছেন। বিজেপি কর্মী মঞ্জু বিশ্বাস দীর্ঘদিন ধরে বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছিলেন তিনিও তৃণমূলে যোগদান করেছেন। এছাড়াও একাধিক দায়িত্বশীল কর্মী বিজেপির প্রতি তিতিবিরক্ত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতি অনুপ্রাণিত হয়ে উন্নয়নের পক্ষে শামিল হবার জন্য তৃণমূলে যোগদান করেছেন। রবিবার সন্ধ্যে নাগাদ নশরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে একটি অনুষ্ঠানে দল ছেড়ে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি এবং তৃণমূলের নেতাকর্মীরা। দল ছেড়ে আসা মঞ্জু বিশ্বাস জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী বাংলার উন্নয়নে একাধিক সরকারি প্রকল্প যেমন করেছেন তেমনি বাংলার উন্নয়নে তার একনিষ্ঠ এবং উদ্যোগ আমাদেরকে অনুপ্রাণিত করেছে তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম আগামী দিন তৃণমূলের সৈনিক হিসাবে উন্নয়নে শামিল হবো এবং দলকে চাঙ্গা করব। সিপিএম ছেড়ে আসা কর্মীরাও মুখ্যমন্ত্রীর প্রতি আশা ভরসা রেখে উন্নয়নে সামিল হয়েছেন দল ছেড়ে এসে।