জেলা
কালনায় সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
শ্যামল রায়, কালনা:কালনা শহরের মহকুমা শাসকের দপ্তরে পিছনের গঙ্গায় ভাসতে থাকা এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।রবিবার কালনা থানার পুলিশ জানিয়েছে যে মৃতদেহটি উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে হয়।। পুলিশ আরও জানিয়েছেন যে এলাকার মানুষ শনিবার সন্ধ্যেবেলায় ওই সদ্যোজাত শিশু টি মৃত অবস্থায় ভাসতে থাকে জলে।। আমরা খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসি এবং ময়নাতদন্ত হয় হাসপাতালে। আমরা তদন্ত করে দেখছি কোথা থেকে কিভাবে শিশুটি জলে ভাসতে ভাসতে এখানে পৌঁছালো। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার মানুষের প্রাথমিক অনুমান কোন কুমারী মেয়ের গর্বে এই সদ্যোজাত শিশুটি জন্মেছিল তারপরে গোপন ভাবে জলে ফেলে যায়।