কলকাতা

কল্পতরু কমিউনিটি কিচেনের মাধ্যমে পানিহাটি মানুষদের মুখে হাসি ফোটালেন নির্মল ঘোষ


__ঝুম্পা দেবনাথ__

পানিহাটি: করোনা নামক মহামারীর কবলে সারা বাংলা বিপন্ন। এই বিপন্ন অবস্থায় মানুষকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত করতে লকডাউনের ব‍্যবস্থা গ্ৰহন করেছিলেন বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড-১৯ র ভয়াবহ মেঘকে বাংলার আকাশ থেকে সরাতে মুখ‍্যমন্ত্রী শুধু মাত্র লকডাউন ঘোষণা করেছেন তা নয়, খাদ‍্যাব‍্যবস্থা সচ্ছল রাখতে বিনামূল্যে রেশন ব‍্যাবস্থাও গ্ৰহন করেছেন। এর পাশাপাশি সবকাজ ঠিক মতো চলছে কি না তার তদারকি করার জন্য ছুটে গেছেন একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। বীর সৈনিক মুখ‍্যমন্ত্রীর পথকে পাথেয় করে মানুষের পাশে এসে দাঁড়ালেন পানিহাটির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মুখ‍্য সচেতক নির্মল ঘোষ। লকডাউনের জেরে কাজের অভাবে অনেক অসহায় মানুষ খাবার পাচ্ছেন না। সচ্ছল জীবন যাপন তাদের কাছে দায় হয়ে উঠেছে। নিরন্ন, অসহায় মানুষদের এই
কঠিন অবস্থার কথা শুনে ঈশ্বরের দূত হিসাবে পানিহাটির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মুখ‍্য সচেতক নির্মল ঘোষ এবং পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান স্বপন ঘোষ ও উওর ২৪ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি তীর্থঙ্কর ঘোষের ঐকান্তিক প্রচেষ্টায় ও নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দেবার উদ্দেশ্যে লকডাউনের পর থেকেই শুরু হয়েছে কল্পতরু কমিউনিটি কিচেন নামাংকিত ত্রাণ পরিষেবা। এই পরিষেবা দুঃস্ত, নিরন্ন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবে এই রান্না করা খাদ‍্যদ্রব‍্যাদি। এই প্রকল্প চলবে বেশ কয়েকটি দিন ধরে।করোনা ভাইরাসকে রুখতে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ শুধু মাত্র পানিহাটিবাসীদের রান্না করা খাদ্যদ্রব‍্যাদি পৌঁছে দিয়েছেন তা নয় এর পাশাপাশি পানিহাটি অঞ্চলকেও জীবাণুমুক্ত করার কর্মসূচিও গ্ৰহন করেছিলেন।লকডাউনের পর থেকে পানিহাটি পৌরসভা ও দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায় পানিহাটি বাজারগুলোতে স‍্যনিটাইজা করা হয়‌। সোদপুর বাজার, রেলওয়ে বাজার , এস.বি বাজার, তেঁতুলতলা বাজার, সুখচর বাজার প্রভৃতি যে সমস্ত বাজারগুলোতে হাজার হাজার মানুষ আসছেন সেই সমস্ত বাজারগুলিকে স‍্যানিটাইজ করা এবং পৌরসভার পক্ষ থেকেও গ‍্যামাক্সিন ছড়ানো হয় এই বাজারগুলিতে। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের সাথে আমরা কথা বলি। উনি জানান, বীরসৈনিক মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পানিহাটিবাসীদের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে তিনি এই কল্পতরু কমিউনিটি কিচেন প্রকল্পের কর্মসূচি গ্ৰহন করেছেন। পানিহাটির ৩৫টি ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে। আগামী বেশ কয়েকদিন ধরেই এই কর্মসূচি চলবে। তিনি আরও জানান, পানিহাটির প্রতিটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীরা করোনা ভাইরাসের মতো ভয়াবহ মহামারীর সময় নিজেদের জীবনকে বিপন্ন করে যেভাবে দুঃস্ত, নিরন্ন মানুষদের কাছে চাল, ডাল, আলু অথবা রান্না করা খাদ্য দ্রব‍্যাদি পৌঁছে দিচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। এছাড়াও পানিহাটি বাজারগুলি স‍্যানিটাইজা করার ক্ষেত্রে দমকল কর্মীরা যেভাবে সাহায্য করেছেন, তার জন্য তিনি দমকল কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন এবং তারা যে এই ভাইরাস রুখতে জীবনপণ কাজ করে চলেছেন তা প্রশংসনীয়। তিনি এই লকডাউনের সময় সবাইকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর নির্দেশ দিয়েছেন এবং জমায়েত এড়িয়ে চলার ও নির্দেশ দিয়েছেন। তিনি আর ও জানান এই ভয়াবহ পরিস্থিতিতে পানিহাটিবাসী যাতে কোনোরকম সমস্যার সম্মুখীন না হন, সেই দিকেও সদাসতর্ক দৃষ্টি রাখবেন।

Related Articles

Back to top button