গ্রামের পাতায়

কালুয়াঘাট রাস্তা বেহাল দশা

দেশপ্রাণ ব্লকের অামতলিয়া অঞ্চলের উত্তর ডিহিমুকুন্দপুর(গোপাল দাসের বাড়ী) -কালুয়াঘাট রাস্তা যানচলাচল তো দূরের কথা সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। কাঁদামাটি,মোরাম ও থৈথৈ জলে গোটা রাস্তা ভাসছে। রাস্তায় এখন জলাশয়ে পরিণত হয়েছে। খানাখন্দভরা রাস্তায় স্কুলের পড়ুয়া, সাধারণ রোগী, মহিলা, জনসাধারণের চলাচল “এখন দুর্গম গিরি কান্তার, মরু দুস্তর পারাপার” এর থেকেও ভয়ংকর। ত্রিস্তর পঞ্চায়েত ও প্রশাসনের কোন হেলদোল নেই। মানুষের দুর্ভোগের অন্ত নেই অথচ প্রশাসন নির্বিকার। অামফান দুর্যোগ ও পরবর্তী তে উপর্যুপরি নিম্নচাপের অতিবৃষ্টি তে গ্রামের রাস্তায় বাড়ী থেকে বেরিয়ে রাস্তায় পা ফেলার জো নেই। অথচ রাজ্য সরকারের সব পেয়েছির অাসরে ঢ্যাঁড়া পেটানোর বিরাম নেই। সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জেলাশাসক কে ই-মেইল বার্তা পাঠিয়ে অবিলম্বে দেশপ্রাণ ব্লকের অামতলিয়া অঞ্চলের উত্তর ডিহি মুকুন্দপুর – কালুয়াঘাট রাস্তা সহ সমস্ত চলাচলের অনুপযুক্ত রাস্তা মেরামতী র জন্য জরুরি ভিত্তি তে অর্থবরাদ্দের দাবী জানিয়েছেন। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন বলেন কাঁথি -১,দেশপ্রাণ ও কাঁথি -৩ ব্লক সহ কাঁথি ও এগরা মহকুমা র অধিকাংশ গ্রামীণ রাস্তা র দফারফা অবস্থা। অবিলম্বে রাস্তা মেরামতী র জন্য জরুরি ভিত্তি তে অর্থবরাদ্দ না করলে গ্রামীণ অর্থনৈতিক পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্হা পরিপূর্ণ অচল হয়ে পড়া ছাড়া কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন সিপিঅাইএম নেতা মামুদ হোসেন।সিপিঅাইএম নেতা মামুদ হোসেন বলেন রাজ্য সরকার খেলা-মেলা-মোচ্ছব,দানখয়রাত ও ভোটব্যাংক পরিপুষ্ট করতে ব্যস্ত।অথচ গ্রামীণ যোগাযোগ ও পরিকাঠামো বিধ্বস্ত। মেরামতের জন্য কোন উদ্যোগ পর্যন্ত নেই। মানুষের ভোগান্তি র শেষ কোথায়?

Related Articles

Back to top button