খরগ্রাম এ খুন তৃণমূল কংগ্রেস কর্মী।
মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার চন্দ্রসিংহবাটি গ্রামে মঙ্গলবার রাতে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগের ঘটনা ঘটলো । মৃত আবুবাক্কার সেখ। পরিবারের অভিযোগ গতকাল রাত্রে ছয় সাতজন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। সূত্রের খবর, তারাবি নামাজ ছেড়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপে এই মৃত্যু। আবুবাক্কার শেখ তৃণমূল কংগ্রেস কর্মী বলে জানা যায়। আহত আবুবাক্কার সেখকে প্রথমে প্রাথমিক কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার করার পরে সংকটজনক অবস্থায় দেখে আবার তাকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা যাচ্ছে নিয়ে যাওয়ার সময় পথে মৃত্যু হয় তার। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এখনো জানা জায়নি। তবে তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ। গ্রামে অশান্তি এড়াতে পুলিশ পিকেট বসানো হয়েছে। এলাকা জুড়ে আতঙ্ক।