জেলা
সরিষাদিঘীর সন্নিকটে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু এক
কোতুলপুরের সরিষাদিঘীর সন্নিকটে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। এই ঘটনায় একজনের মৃত্যু হয় মৃতার নাম পূর্ণিমা ধাও রে, বয়স- ৪৫ ঠিকানা- মসি না পুর জয়রামবাটি মৃতার বাবা মেডিকেয়ার জেনারেল হাসপাতাল ভর্তি আছে উনাকে দেখতে এসে পথ দুর্ঘটনার শিকার হন ওই মহিলা।
সূত্র মারফত জানা যায় ঘাতক লরিটি আরামবাগ থেকে কোতুলপুর দিকে আসার পথে সরিষা দীঘির সন্নিকটে রাস্তা পারাপার করছিলেন ওই মহিলা । ঘাতক লরিটি পিষে দিয়ে চলে যায় দেশরার নিকট ঘাতক গাড়িটিকে এবং গারীচালক কে আটক করে কোতুলপুর থানার পুলিশ ।
মৃত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । মসিনা পুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া ঠিক কি কারণে ঘটনাটি ঘটলো তারই তদন্তে নেমেছে কোতুলপুর থানার পুলিশ