কোলাঘাট ব্লকের ১০ জনের শরীরে মিলেছে করোনা
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর:– দিন যত এগিয়ে আসছে রাজ্যে করোনা ভাইরাসের প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এই পরিস্থিতিতে কার্যত কোমর বেঁধে লড়াই করছে বর্তমান রাজ্য সরকার থেকে শুরু করে রাজ্য স্বাস্থ্য দপ্তর, দফায় দফায় বৈঠক করছে রাজ্য প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন, ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের ১০ জুনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের সংক্রমণ,অবশ্য তড়িঘড়ি তাদেরকে পাঁশকুড়া বরমা হাসপাতালে পাঠানো হয়েছে, এখানেই শেষ নয় ব্লক প্রশাসন থেকে বারে বারে এলাকার মানুষকে বর্তমান ভাইরাসের সম্বন্ধে মাইকিং ও নানান কর্মসূচির মধ্য দিয়ে সচেতন বার্তা দিচ্ছে, শনিবার কোলাঘাট ব্লক প্রশাসন ও স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে সেই বিষয়ে বৈঠক করলেন ব্লক আধিকারিক থেকে শুরু করে এলাকার আশা কর্মীরা, আগামী দিনে কিভাবে এই ভাইরাসের মোকাবিলায় লড়াই করতে হবে কার্যত সেই বিষয় নিয়েই দিন পর্যালোচনা করা হয়, এই বিষয়ে কোলাঘাট পাইকপাড়া হসপিটাল BHM শিবশঙ্কর খান জানান, আমরা তৎপর রয়েছি এলাকার মানুষকে সুরক্ষা রাখার জন্য, ধাপে ধাপে মানুষকে সচেতন করার মধ্য দিয়ে এলাকার মানুষকে এই ভাইরাসের সম্বন্ধে জানানো হচ্ছে, অন্যদিকে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজ কুমার কুন্ডু জানান আমাদের ব্লকের বহু ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক ইতিমধ্যেই এলাকায় আসতে শুরু করেছে সে বিষয় নিয়ে আমরা মানুষকে সচেতন করছি এবং সেইসব পরিযায়ী শ্রমিকদের থার্মাল টেস্টিং এর মাধ্যমে তাদেরকে সুরক্ষিত জায়গায় রাখা হচ্ছে ১৪ দিন,তবে সেই বিষয় নিয়ে এলাকার মানুষকে আতঙ্কিত হওয়ার কোন দরকার নেই আমরা সব সময় তৈরি রয়েছি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, এই দিন এই বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও মদন মন্ডল সহ কোলাঘাট পুলিশ প্রশাসন।