জেলা

কোলাঘাটে পুলিশ কর্মীদের পাশে আইনজীবী সুদীপ্ত।

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর:– বর্তমান নোবেল করনা ভাইরাসের উপর থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে রাজ্য প্রশাসনের নির্দেশ অনুসারে চলছে লক ডাউন, আরি লক ডাউন এর মাঝে রাজ্য বাসী বাড়িতে থেকে নিরাপদ থাকলেও, এই ভাইরাসের যুদ্ধে কর্মরত রয়েছে ডাক্তার, নার্স, আশা কর্মী থেকে শুরু করে পুলিশ প্রশাসন, তবে এই লক ডাউন এর মাঝে রাজ্যে দুস্থ পরিবার থেকে শুরু করে কর্মহারা মানুষদের জন্য এগিয়ে এসেছে নানান সমাজ সেবী সংগঠন থেকে শুরু করে, ক্লাব সংগঠন গুলো, কিন্তু যারা এই করো না যুদ্ধে কর্মরত রয়েছেন তাদের কথা মাথায় রেখে এবার এগিয়ে এলেন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বাসিন্দা সুদীপ্ত দোলুই, পেশায় সুদীপ্ত বাবু আইনজীবী কাজের সঙ্গে যুক্ত, ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা কে হটস্পট হিসাবে চিহ্নিত করেছে রাজ্য স্বাস্থ্য, সেই মতো এলাকার মানুষকে সুরক্ষা রাখতে একাধিক জায়গায় নাকা চেকিং করছে পুলিশ কর্মীরা, কিন্তু কোলাঘাট চেকপোষ্টে নাকা চেকিং এর কর্মরত থাকলেও, ওই এলাকায় বন্ধ রয়েছে সমস্ত খাবার-দাবারের দোকান, এবার সেই কথা মাথায় রেখে এগিয়ে এলেন সুদিপ্ত বাবু, সুদীপ্ত বাবুর বক্তব্য গত কয়েক দিন ধরে যে ভাবে রোদ-তাপকে উপেক্ষা করে চেকিং করছে এলাকার মানুষকে রক্ষা করার লক্ষ্যে, তাদের জন্যই আমার তরফ থেকে এই খাবার-দাবার দেওয়ার উদ্যোগ নিয়েছি, তবে সুদীপ্ত বাবুর এই প্রয়াসকে দেখে অনেক টাই আপ্লুত হয়েছে এলাকার সমাজ সেবী মানুষেরা।

Related Articles

Back to top button