কোলাঘাটে সরকারি আধিকারিকরা মানুষ সেবায় নিয়োজিত!
মাদার টেরিজা বলেছিলেন জাত দেখে মানুষ সেবা করা যায় না মানুষ সেবা নিজে থেকেই চলে আসে।আজকের দিনে এমনই কঠিন পরিস্থিতির মধ্যে মানুষ জাতপাত নির্বিশেষে মানবসেবায় নিয়োজিত হন, এবং অনেকেই হচ্ছে। এতে সমস্ত জাতির মানুষের মঙ্গল হবে।সবকিছুর উর্ধ্বে মানুষ সেবা হওয়া উচিত বলে মনে করছি,মানুষের সেবা করতে গেলে নানান জল্পনা-কল্পনা সমালোচনা হবে।একদিকে ক্ষুধার্থ মানুষের অন্ন জোগাড় করার দায়, অন্যদিকে মহামারি করোনার হাত থেকে বাঁচার দায়, দুই দায়ের সন্ধিক্ষণে পড়ে মানুষ বিবেকহীন হয়ে পরছে, ধৈর্যহীন হয়ে হিংসাত্মক মনোভাব প্রয়োগ করছে।তবে সবকিছুর উর্ধ্বে মানুষ সেবা, সেটি একাধিকবার প্রমাণ করে দিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা।সেই লক্ষ্যে আজ সরকারি আধিকারিক মদন বাবু নিজেই মানুষ সেবার জন্য মানুষের পাশে মানবিকতা দেখিয়ে রক্তদান শিবির আয়োজন করেছেন,পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিকের সহযোগিতা নিয়ে। সেই কারণেই আজ পূর্ব মেদিনীপুরের জেলার কোলাঘাট কেটিপিপি থানায় আজ কোলাঘাট পি এস চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করেছেন। 30 পি এস ব্যক্তিগত স্বেচ্ছায় তাদের রক্ত দান করেছে। আজ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। সি আই তমলুক, কোলাঘাট কেটিপিপি থানার ওসি রাজ কুমার দেবনাথ ও কোলাঘাট বিটি হাউস আইসি সমর মিশ্র ও কোলাঘাট বিডিও মদন মন্ডল, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতী তপন কুমার ঘোড়া ও কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজকুমার কুন্ডু, এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।