জেলা

পরিযায়ী শ্রমিকদের কাজ এবং এদের গরীব কল্যাণ যোজনায় নাম অন্তর্ভুক্তির দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের কাছে বিক্ষোভ

২৬জুন তমলুকঃ করোনা সংক্রমনের ধারাবাহিক লকডাউনে সারা দেশ জুড়ে কোটি কোটি শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা সম্পূর্ণ ভেঙে পড়েছে। কর্মহীন শ্রমিকেরা দিশেহারা। সরকার যতটুকু রিলিফ ঘোষণা করছে তা নিয়ে চূড়ান্ত দলবাজি দুর্নীতি পরিলক্ষিত হচ্ছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত করা হয়নি। এমতাবস্থায় আজকে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের নিকট পাঁচশতাধিক পরিযায়ী শ্রমিক বিক্ষোভে ফেটে পড়ল। তাদের দাবি প্রথমত,সময়মতো না জানার কারণে রেশনে ফুড কুপনের জন্য এখনো যারা আবেদন করতে পারেনি তাদের রেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়তঃ সকল পরিযায়ী শ্রমিকদের নাম এন আর জি ই এ প্রকল্পে নথিভুক্ত করে জব কার্ড দিয়ে কাজ দিতে হবে। তৃতীয়তঃ অবিলম্বে পশ্চিমবঙ্গ সহ পূর্ব মেদিনীপুর জেলাকে গরিব কল্যাণ যোজনায় অন্তর্ভুক্ত করতে হবে। চতুর্থতঃ কাজ না পাওয়া পর্যন্ত প্রত্যেক পরিযায়ী শ্রমিককে সাড়ে সাত হাজার টাকা মাসিক অনুদান দিতে হবে। পঞ্চমতঃ প্রকল্পকে 125 দিনের পরিবর্তে আপাতত একবছরের চালাতে হবে এবং মজুরি কমপক্ষে দৈনিক 500 টাকা করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে ‘মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’, পূর্ব মেদিনীপুর জেলা শাখা আজ জেলা শাসকের কাছে ছয়জনের প্রতিনিধিদল দেখা করে স্মারকলিপি প্রদান করেন। নেতৃত্বদেন শ্রমিকনেতা জ্ঞানানন্দ রায়,কৌশিক বেরা, সেক কেমিরুদ্দিন, শম্ভু মান্না, সেক সামিষের,তপন নায়েক।
জ্ঞাণানন্দ বাবু বলেন, আজ আমরা পূর্ব মেদিনীপুর জেলা শাসকের কাছে পরিযায়ী শ্রমিকদের নানান দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করলাম। হাসপাতাল মোড় থেকে পাঁচ শতাধিক পরিযায়ী শ্রমিক মিছিল করে বিক্ষোভ দেখায়। এই পাঁচ দফা দাবি যদি জেলাশাসক না মানে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে। অবিলম্বে প্রত্যেককে ফুড কুপন দিতে হবে। তাদের জব কার্ড দিয়ে কাজের ব্যবস্থা করতে হবে। কাজ না দেওয়া পর্যন্ত মাসিক সাড়ে সাত হাজার টাকা বেকার ভাতা দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button