জাতীয়

শ্রমিকরা ওডিশার তালচুয়া তে দুরবস্থার মধ্যে আটকে রয়েছেন।

কাঁথি ও এগরা মহকুমার বিভিন্ন ব্লকের কয়েক শত পরিযায়ী শ্রমিকেরা বেঙ্গালুরু,চেন্নাই, হায়দ্রাবাদ,কেরলের বিভিন্ন শহর, ওডিশার নানা জায়গা সহ দেশের বিভিন্ন শহরে লকডাউন জনিত কারণে অাটকে রয়েছেন। এছাড়া বিভিন্ন শহরে চিকিৎসা পরিষেবা নিতে গিয়ে লকডাউনে অাটকে রয়েছেন। সকলেই ভাড়া বাড়ীতে বা হোটেলে অাছেন।রসদ শেষ হয়ে যাওয়ায় থাকা ও খাওয়ার দুর্দশার কোন শেষ নেই। ইতিমধ্যে রাজ্য সরকারের মুখ্যসচিব কে ই-মেইল বার্তা পাঠানো হয়েছে। অাজকে দেশপ্রাণ ব্লকের ফুলেশ্বর-দুরমুঠ সহ পার্শ্ববর্তী গ্রামসমূহের ২১ জন নলকূপ মিস্ত্রি ও শ্রমিকরা ওডিশার তালচুয়া তে অাটকে দুরবস্থার মধ্যে রয়েছেন। গৌর করণ,কৃষ্ণেন্দু করণ,রাজু দাস,অঙ্কু দাস,মুকুল ভুঞা, সিদ্ধেশ্বর গুড়িয়া, বিকাশ গুড়িয়া,প্রনীত দে,গৌতম গুড়িয়া প্রমুখ ২১ জন নলকূপ মিস্ত্রি রা তালচুয়া তে চরম সঙ্কটাপন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। এই সমস্ত অসহায় পরিযায়ী শ্রমিকদের বাড়ী ফেরানো ও ত্রাণ প্রদানের দাবীতে কাঁথির মহকুমাশাসক দপ্তরে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button