রাজ্য

পরিযায়ী শ্রমিকরা বেঙ্গালুরু শহরে লকডাউনে অাটকে পড়ে বেহাল অবস্থায় দিন কাটাচ্ছেন।

প্রদীপ কুমার মাইতি:দেশপ্রাণ ব্লকের দুরমুঠ সহ অন্যান্য গ্রামের ১৫ জন পরিযায়ী শ্রমিকরা বেঙ্গালুরু শহরে লকডাউনে অাটকে পড়ে বেহাল অবস্থায় দিন কাটাচ্ছেন। সেক গণি,সেক সাত্তার হোসেন, সেক রমজান প্রমুখ বেঙ্গালুরুতে বিভিন্ন হোটেলে কাজ করতেন। লকডাউনের পরে হোটেল বন্ধ থাকায় তারা একটি রুম ভাড়া করে গাদাগাদি করে থাকছেন। এযাবৎ তাঁদের কোন স্বাস্হ্য পরীক্ষা না হওয়ায় অাতঙ্কে দিন কাটাচ্ছেন।কাঁথি এলাকার অারো অনেক পরিযায়ী শ্রমিকদের একই অবস্থা। বাড়ীর মালিক ঘর ছাড়ার জন্য চাপ দিয়ে চলেছেন। টাকা -পয়সার অভাবে তাঁদের প্রানান্ত অবস্থা। অাইসোলেশন রেল কোচে তাঁদের রাজ্যে ফিরিয়ে অানা ও দিনযাপনের জন্য অার্থিক সহ খাদ্য শস্য সরবরাহের সুব্যবস্হা করার দাবী জানিয়ে রাজ্যের মুখ্যসচিবকে ই-মেইল বার্তা পাঠিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

Related Articles

Back to top button