জেলা

লেঙ্গামারা গ্রামের 70 টি লোধা পরিবার অনাহারে

সূর্যকান্ত জানা, পশ্চিম মেদিনীপুর :কোরোনা নামক মহামারীর আতঙ্কে লোকডাউন চলছে সারা রাজ্যেব্যাপী। সেই লোকডাউনের কারনে দুর্দিন নেমে এলো কেশিয়াড়ী ব্লকের প্রত্যান্ত লেঙ্গামারা গ্রামের প্রায় ৬০- ৭০ টি পরিবারের লোধা শবর সম্প্রদায়ের মানুষদের মধ্যে । সরকারের দেওয়া ২ কিলো চালের উপর নির্ভর করে বেঁচে থাকতে হয়েছে এই সমস্ত পরিবারগুলোকে। আর কোন সরকারি সাহায্য সহযোগিতা জোটেনি এই সমস্ত অসহায় দিন আনা দিন খাওয়া পরিবারগুলো হাতে। এমনিতে এই সম্প্রদায়ের বেশ কিছু পরিবারগুলোর আবার রেশন কার্ডই নেই ,তাই অনেকই রেশনও পাচ্ছে না। লকডাউনের কারনে বাইরে কোথাও কাজে যেতেও পারছে না ।এমতাবস্থায় খাবারের একটা সমস্যা দেখা দিয়েছে এইসব পরিবারগুলোর মধ্যে। জঙ্গল থেকে অবৈধভাবে কাঠ,ঝাটি এনে বিক্রিও বন্ধ । জঙ্গল থেকে শালপাতা এনে বাড়িতে শুধু পাতা মোড়ার কাজ হচ্ছে, কিন্তু লোকডাউনের কারনে বাইরে থেকে গাড়ি না আসার কারনে কোনমতে বিক্রি করা যাচ্ছে বলে জানান এলাকার মানুষজন। খুব কষ্টের মধ্যে রয়েছে এই পরিবারগুলো । এই পরিবারগুলোর দেওয়ালে বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লিখন রয়েছে । কিন্তু ভোট আসে ভোট চলে যায়। কিন্তু এই পরিবারগুলোর কোন পরিবর্তন ঘটেনি । ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা আসে , কিন্তু এই এই রকম পরিস্থিতিতে কোন নেতৃত্বকে কাছে এসে দাঁড়াতে দেখা জায় নি বলে জানান এই সমস্ত পরিবারগুলো। কেউ সাহায্যের হাত ও বাড়িয়ে দেয় নি বলে জানান এই অভুক্ত মানুষেরা। এই সমস্ত পরিবারগুলোর মধ্যে অসচেতনাত ছবি লক্ষ্য যায় । একে ওপরের সঙ্গে সামাজিক দুরত্ব বজায় না রেখে একত্রিত হয়ে ঘোরাঘুরি করছে। সচেতনতার অভাব বোধ করছে এই সমস্ত পরিবারগুলো।


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button