জেলা

লকডাউনে বর্ধমানের মানুষ আজও অনেকেই ঘরের বাইরে নানাকাজে

স্বপন দত্ত: লক ডাউন আইন বিভিন্ন জেলায় অনেকেই মানতে চাইছেন না যেমন ঠিক তেমনি আজও এই 12 দিনের লক ডাউনে ও পূর্ব বর্ধমানের আলম গঞ্জ রোডের ছবি টা দেখলেই বোঝা যাচ্ছে যে মানুষ কত কর্ম ব্যাস্ত অনেক জনকেই জিজ্ঞাসা বাদ করায় জনতার বক্তব্য কেউ বলছেন বাজারে যাচ্ছি কেউ বাজার করে ফিরছেন কেউ কারো বাড়ি যাচ্ছেন । মটর সাইকেল আর সাইকেলের ভিড় সাধারণ দিনের মতই। পাড়ায় পাড়ায় দেখা যাচ্ছে । মুদিখানার দোকানের সামনে বসেই আড্ডা কেউ মুখে মাক্স নেই রুমাল ও নেই । অনেক চায়ের দোকান অর্ধেক টা খোলা একসঙ্গে ঘেঁষা ঘেষি করে বসে আছে গল্প করছে কোনো সচেতনতা নেই দুরত্ব ও বজায় অনেকেই রাখছে না অথচ লক ডাউন মানে যে অযথা বাড়ির বাইরে কেউ বেরুবে না ঘরেই থাকতে হবে । কোথায়ও অনেকজন একসঙ্গে থাকবেন না কিন্তূ জেলায় জেলায় সেটা মানা হচ্ছে না সেটা আমাদের সকলের জনই কতটা ক্ষতিকর সেটা মানুষ বুঝেও বুঝতে চাইছে না । সকলেই কিন্তূ টিভি ও মোবাইলে সব দেখছে খবর দেখছে কিন্তূ তা সত্বেও আজও জনগণ সবজায়গায় সচেতন নয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button