রাজ্য

লকডাউনে ক্ষুধার্ত দের মুখে অন্ন ভাত তুলে দেবার জন্য স্বপন দত্ত বাউলের পথে পথে বাউলগানে ভিক্ষা সাহায্য প্রার্থনা

চন্দ্রশেখর সরকার: লক ডাউন প্রিয়ডে বর্ধমান স্টেশনে নতুন ওভারব্রিজের নিচে পড়ে থাকা অনেক দুস্থ , অসহায় মানুষ , অনাথ , ভিক্ষুক, ও ক্ষুধার্ত ছোটো ছোটো ছেলেমেয়ে দের মুখে দুমুঠো অন্ন ভাত তুলে দেবার জন্য । খাজা আনোয়ার বেড় পূর্ব বর্ধমানের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও নিঃস্বার্থ সমাজ সচেতনের লোকশিল্পী স্বপন দত্ত বাউল তার লেখা ও সুরে বাউলগানে বর্ধমানের পথেপথে ঘুরে ভিক্ষা সাহায্য চাইছেন ।। স্বপন দত্ত বাউলের আগে করোনা ভাইরাস নিয়ে ও লক ডাউন আইন মানা নিয়ে রাজ্যের মানুষ সচেতন দেখে অনেকেই সচেতন হবার চেষ্ঠা করছেন ।।এবারে দুস্থ মানুষ ক্ষুধার্ত দের মুখে অন্ন ভাত তুলে দেবার জন্য বাউলগানে পথে পথে ভিক্ষা করে অর্থ ও চাল সংগ্রহ বর্ধমান বাসীর কাছে এক নজির সৃষ্টি করলো । অনেক মানুষই তার ভিক্ষা সাহায্য চেয়ে ক্ষুধার্ত দের মুখে অন্ন ভাত দেওয়ার জন্য চিৎকার করে আমায় ভিক্ষা দাও , সাহায্য করো এই গান শুনে তারা বাউলের ভিক্ষার ঝুলিতে অনেকেই অর্থ সাহায্য ও চাল সাহায্য করে বলছেন, আজ করোনা যুদ্ধের তুমিও একজন সৈনিক গো বাউল স্বপন ।তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়েও এর আগে করোনা নিয়ে জেলায় জেলায় সচেতন করেছো সাংবাদিক হয়েও লক ডাউন প্রিয়ডে খবর সংগ্রহ করতে গিয়ে পাড়ায় পাড়ায় বার বার বলেছ মানুষকে রেশনের দোকানের সামনে , ব্যাঙ্কের সামনে ও পাড়ার মোড়ে অযথা জমায়েত কেউ করবেন না , একে অপরের সাথে দূরত্ব বজায় রাখুন । সোশ্যাল মিডিয়া তুমি গানে বক্তব্যে সারা জেলা , রাজ্য, সারা দেশ ও বিদেশকেও সচেতন করে চলেছ এখুন ও পর্য্যন্ত। জনগণ বলছেন আজ আবার মানুষ দেখছে ক্ষুধার্ত দের মুখে অন্ন ভাত তুলে দিতে ভিক্ষে করছে স্বপন বাউল পথে পথে ।স্বপন দত্ত বাউল এই করোনার যুদ্ধের এক সৈনিক হিসাবে জনগণের পক্ষ থেকে আপনাকে স্যালুট , সালাম প্রণাম ।। ছোটো থেকে বড় এবং বৃদ্ধরাও স্বপন বাউলের এই মহতী উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে তাকে ভিক্ষা সাহায্য দেওয়ার জন্য সকলেই এগিয়ে এসে বাউলের পাশে দাঁড়িয়ে ক্ষুধার্ত মানুষদের দুমুঠো খেত দিচ্ছেন। স্বপন বাউল বলেন আমার জীবন ধন্য আমার ডাকে আমায় মানুষ ভিক্ষা দিয়ে মানুষকে এই চরম সংকট সময়ে দুমুঠো খাবার দিয়ে বাঁচতে সাহায্য করছেন।।

Related Articles

Back to top button