রাজ্য

লকডাউন নিয়ে গানে ও বক্তব্যে জনগণকে সচেতনের বার্তা স্বপন দত্ত বাউলের

করোনা ভাইরাস নিয়ে এর আগেই পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউলগানে ও তার মুল্যবান বক্তব্যে জেলায় জেলায় মানুষকে প্রথম থেকেই সচেতন করে মানুষের নজর কেড়েছেন। টিভি ও সংবাদ পত্রে এবং সোশ্যাল মিডিয়ায় বহুল প্রশংসিত বিভিন্ন খবরের দৌলতে । ঠিক তেমনি ভাবেই দেশের ও রাজ্যের লক ডাউন আইন নিয়ে মানুষকে সচেতন করতে গান বাঁধলেন গানে গানে বলছেন ১ ) লক ডাউন আইন মানো সবাই , কেউ ঘরের বাইরে যেওনাগো যেওনা। ঘরের দরজায় খিল দাও অযথা বাইরের কাউকে ঢুকতে দিও না । লক ডাউন আইন না মানলে , করোনা ভাইরাস থেকে বাঁচা যাবে নাগো বাঁচা যাবে না।। এই ভাবে বাউল গান গেয়ে এবং তিনি তার মূল্যবান বক্তব্যে বলছেন দেশের ও রাজ্যের জনগণের উদ্দেশ্যে যে লক ডাউন আইন মানুন কেউ ঘরের বাইরে যাবেন না। দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী লক ডাউন আইন মেনে দয়া করে সকলে ২১টা দিন ঘরেই থাকুন। যেহেতু এই করোনা ভাইরাস কে বধ করার কোনো এখুনও ওষুধ বেড়োয় নেই সেহেতু জরুরি দরকারে বাইরে গেলেও মুখে সকলেই মাক্স ব্যাবহার করুন অপরের সঙ্গে কথাবলা ও নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাবেচার সময় একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখুন । কোথাও কোনো কেউ একসঙ্গে জমায়েত করবেন না। কারণ এই ছোঁয়াচে রোগ মানুষ থেকে মানুষেই দ্রুত ছড়ায় । বিদেশ থেকে অথবা ভিনরাজ্য থেকে আসা মানুষের কাছে বার বার অনুরোধ করছেন , যেন কেউ ভিনরাজ্য থেকে এসেই বাড়ির বাইরে এখানে সেখানে ঘুড়ে বেড়াবেন না । ১৪ দিন ঘরের ভিতরে থাকুন ।পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে স্বাস্থ্যদপ্তরের কাছে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান । বিশেষ করে গ্রাম গঞ্জের মানুষকে সচেতন করেছেন কারণ অনেকেই ভিন রাজ্য থেকে বিভিন্ন গ্রামে চলে আসছেন। সকলের উদ্দেশ্যেই বলছেন মনে রাখবেন আপনি ঘরের বাইরে গেলে নিজের জীবন ও আপনার সংসারের সকলের জীবন তো নষ্ট হবেই আর দেশের ও রাজ্যের মানুষের জীবনের ক্ষতি ডেকে আনবেন। সবসময় সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবেন আর মুখে প্রত্যেকেই মাক্স পড়বেন । তবে স্বপন দত্ত বাউল বার বার তার সচেতনে বলেছেন সবসময় টিভি তে খবর দেখলেই চলবে না । বর্তমানে যে ভাবে করোনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে ও রাজ্যে টিভির পর্দায় খবর দেখে ও সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর দেখে কেউ অযথা আতঙ্কিত হবেন না গুজব ছড়াবেন না । ঘরের মধ্যেই সংসারের সকলকে নিয়ে গল্প করে গান ও টিভি দেখে সিনেমা সিরিয়াল দেখে হাসিখুশী তে থাকুন।বাড়ির মধ্যেই সকলেই শান্তি বজায় রাখুন । ঈশ্বরের উপর ভরসা রাখুন আমরা জিতবই । আমরা করব জয় করব জয় করণাকে হারিয়ে নিশ্চয়ই ।

Related Articles

Back to top button