রাজ্য
লকডাউন এরমধ্যে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে।
ভগবানপুর থানার কাকরা গ্রামে বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে। ধর্ষনের অভিযোগ উঠেছে মেয়েটির এক প্রতিবেশীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে সামান্য দূরে দাদুর বাড়ি থেকে ফেরার সময় সন্ধ্যা বেলা নিখোঁজ হয় কাকরা হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রীটি। বাড়ির লোকজন ও পাড়া প্রতিবেশী খোঁজাখুঁজি করলে, অচৈতন্য অবস্থায় বাড়ির কাছের একটি পুকুর থেকে উদ্ধার হয় মেয়েটি। জ্ঞান ফিরলে সে সব কথা বলে দেয়। তাকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করে মেয়েটি।
ভগবানপুর হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য আজ বিকেলে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্ত প্রতিবেশী ও তার বাবা-মাকেও আটক করেছে ভগবানপুর থানার পুলিশ।