জেলা
লকডাউনে আটকে পড়া মানুষের পাশে বিরাটি হিন্দু মিলন মন্দির
রাজকুমার দাস
লকডাউন এর ফলে রুটি রুজি বন্ধ হয়ে গেছে বহু মানুষের। এই পরিস্থিতিতে সারা দেশ জুড়ে অসহায় মানুষদের রান্না করা ও শুকনো খাবার বিতরণ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। কলকাতাতেও প্রতিদিন বিভিন্ন এলাকায় সেই খাবার দেওয়া হচ্ছে সংঘের পক্ষ থেকে। জেলায় জেলায় সংঘের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হিন্দু মিলন মন্দির গুলি । উত্তর 24 পরগনার
বিরাটি হিন্দু মিলন মন্দিরের অন্যতম সঞ্চালক শুভাশিস বাগচীর উদ্যোগে দুঃস্থ ,দরিদ্র মানুষদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হল শনিবার। গরিব মানুষের হাতে তুলে দেওয়া হল চাল-ডাল, আলু, বিস্কুট সহ অন্যান্য সামগ্রী। শুভাশিসবাবু বলেন, মানুষ এখন ঘোর বিপদের মধ্যে পড়েছেন। তাদের পাশে থাকাটাই আমাদের কর্তব্য।