জেলা
লকডাউনের মাঝে ফাঁকা জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর।
লকডাউন এর মাঝে বুধবার কেশিয়াড়ি থানার কলাবনিতে ৬০ নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর ।মৃত ব্যক্তির নাম বিষ্ণুপদ দত্ত বয়স ৪৫, তার বাড়ি বেলদা থানার সাঞ্যা পাড়া গ্রামে।বেলদা বাজার থেকে মাছ কিনে নিয়ে ব্যবসা করার জন্য সাঞ্যাপাড়া ফিরছিল ।সেই সময় কেশিয়াড়ী থানার কলাবনীর কাছে দ্রুত গতিতে একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে পুলিশ নিয়ে যায় ময়না তদন্তের জন্য।গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ ।