জেলা

লকডাউন এর মাঝেই মূক ও বধির যুবতীকে কাজু প্রসেসিং প্লান্ট এর মধ্যে ধর্ষণ অভিযুক্ত দুই যুবক গ্রেপ্তার

এই এলাকার একটি কাজুবাদাম প্রসেসিং প্লান্টে অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করতেন এলাকার বছর কুড়ির যুবতী ওই মহিলা । গতকাল সন্ধ্যার সময় কাজুবাদাম প্রসেসিং প্লান্ট যখন কেউ ছিল না ,সেই সময় ওই ফ্যাক্টরি অপর দুই যুবক কর্মী ওই মুখ ও বধির মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ । ঘটনা জানাজানি হতেই এলাকায় ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দা ও মেয়ের বাড়ির লোকজন । বচসায় জড়িয়ে পড়েন দুই পক্ষ । যার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় । ঘটনার খবর পেয়ে কাঁথি থানার বিশাল পুলিশবাহিনী ও এলাকার জনপ্রতিনিধিরা পৌঁছান ঘটনাস্থলে । মেয়ের বাড়ির অভিযোগের ভিত্তিতে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে ।

Related Articles

Back to top button