জেলা

লকডাউনে কালোবাজারি মাল চোরাইপথে গাড়ি শুদ্ধ আটক করল এলাকাবাসী

হলদিয়া :::হলদিয়াতে হলদি নদীতে চোরাই মাল এনে পাচার করার সময় হাতেনাতে ধরল এলাকাবাসী। এলাকাবাসীদের কাছ থেকে জানা যায় যে হলদি নদীর তীরে নদী পথে জাহাজ থেকে মাল কাটিং করে এই সমস্ত কারবার করে ছোট ছোট ভুটভুটি এবং ডিঙে আলারা। এইভাবে নদীপথে বাইরের মাল খাদ্যসামগ্রী এবং ইলেকট্রনিক্স দ্রব্য ও স্যার এইভাবে পাচার হচ্ছে নদী পথ থেকে শহরে। আজ হাতেনাতে ধরল হলদিয়ার ভবানীপুর থানা এলাকায় জলপাইয়ের গ্রামের বাসিন্দারা। সামনেই নদীর ধার থেকে জলপথে সার নিয়ে ট্রাকে তুলে বোঝাই করে মাল পাচার করছিল। সেই সময় এলাকাবাসীরা জানতে পেরে ট্রাকটিকে আটক করে এবং স্থানীয় থানায় খবর দেয়।ট্রাকের সামনে লেখা ছিল সরকারি মাল সাপ্লাই ।ঘটনাস্থলে ভবানীপুর থানার পুলিশ এসে ট্রাকটিকে ও ড্রাইভারকে আটক করে। এলাকাবাসীর দাবী যে পুলিশ প্রশাসন সমস্ত কিছু জানে এই চোরাপথে মাল পাচার করার পদ্ধতি। প্রথমত এই গাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া মানে পুলিশ কিছু সময় পরে ঘুষ খেয়ে পুলিশ এই ট্রাক ছেড়ে দিতে পারে। এলাকাবাসী আরও দাবি করেন যে এখানকার প্রধান এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। এই মিশনের প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রধান কোন প্রতিক্রিয়া দিতে চাননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button