লকডাউনে মদের দোকান বন্ধ হোক ও মদ ও তামাক জাত দ্রব্য বর্জনের ডাক , সমাজে বিশৃঙ্খলা ও যুব সমাজের সর্বনাশ রুখতে স্বপন দত্ত বাউলের সচেতন
সংবাদদাতা —- বিদেশে করোনা মহামারিতে মৃত্যুর মিছিল দেশে করোনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে । লক ডাউনে মানুষের কাজ নাই হাতে পয়সা নেই , সবসময় ঘরে বসে মানসিক অবসাদে ভুগছে অনেকেই । জনগণের এই দুঃসময়ে দেশে ও রাজ্যে লক ডাউনে মদের দোকান খোলায় দেশের নারী জাতি আতঙ্কে ভুগছে, বাড়ির মা মেয়ে বউরা বলছে যে লক ডাউনে বাড়ির পুরুষরা মদ কিনে এনে বাড়িতেই মদ খেয়ে মাতাল হয়ে বাড়ির মেয়ে বউ দের উপর অত্যাচার করবে , সংসারে অশান্তি সৃষ্টি হবে । অন্যদিকে অনেকেই বলছেন দেশের যুব সমাজ নষ্ট হচ্ছে আর হবেও তারা ধ্বংসের দিকে এগিয়ে যাচছে মদের নেশায় আসক্ত হয়ে। এছাড়া মদের নেশায় মেতে বহু মানুষ সমাজের অপরাধ মূলক অনেক কাজ করে নারী জাতির উপর অকথ্য অত্যাচার ,নারিনির্যাতন ,বধূ হত্যা , ও খুনো খুনি করতেও পিছু পা হয় না । সমাজে নানা অশান্তি আসে এই মদের নেশা থেকে এই সব বিষয় কে সামনে রেখে পূর্ব বর্ধমানের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল শিল্পী স্বপন দত্ত তার লেখা ও সুরে বাউলগানে ও বক্তব্যে বর্ধমানে সচেতন করতে নামলেন নিঃস্বার্থ বিনাপারিশ্রমিকে । তিনি বলেন লক ডাউনে যেহেতু অন্য জেলায় জেলায় সচেতনে যাবার উপায় নাই তাই এই মদ বর্জন ও মদ বিক্রি বন্ধ নিয়ে সচেতন শুধুমাত্র বর্ধমান জেলার জন্য নয় সারা রাজ্য ও দেশের জন্য দেশবাসী কে মদের নেশা সর্বনাশা থেকে রক্ষা করার জন্য আমার বাউলগানে সচেতনের বার্তা ।। লক ডাউনে জেলা রাজ্য ও রাজধানীতে মদের দোকান খোলায় মদের দোকানে মদ কেনার জন্য জমায়েত দেখে দেশ বাসীর মনেও ভয় হছছে করোনার কথা ভেবে ।। বিহারে মদ বন্ধ কিন্তূ বাংলায় কেন রাজের মানুষের সুরক্ষার জন্য মদ বন্ধ হচ্ছে না কেন? এই প্রশ্ন অনেকেরই মনে । স্বপন দত্ত বাউল বলেন নদিয়ায় শান্তিপুর এ বিষ মদ কাণ্ডে অনেকের মৃত্যুর দেখে অন্য দের রক্ষা করতে আমি সচেতন ও প্রতিবাদ করেছিলাম শান্তিপুরে । তারাপীঠে মদ গাঁজা বন্ধের ডাক দেবার সময় মাতালরা আমাকে প্রশ্ন করেছিলো যে বাউল বাবা আমারা মদ খেলেই দোষ পুলিশ মারে, ধরে নিয়ে যায় আর সরকার যে পাড়ায় পাড়ায় মদের দোকান খুলে রেখেছে তাতে কোনো দোষ নেই ? সরকার তো মদ খাওয়ার জনই দোকান খুলেছে ।।এই রকম নানা প্রশ্নের মুখোমুখি হয়ে স্বপন বাউল তাই সচেতনের গানে গানে বার্তা দিচ্ছেন সরকার ও জনগণ একসঙ্গে সচেতনে না হলে মদ বিক্রি বন্ধ হবে না আর মদ খাওয়াও বন্ধ হবে না । শুধু লক ডাউন প্রিয়ডে নয় দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ,দেশের যুব সমাজ কে রক্ষা করতে , নারিজাতি দের উপর অত্যাচার বন্ধ করতে , অপরাধমূলক কাজ বন্ধ করতে দেশের সরকার মদ বিক্রি বন্ধ করলে দেশের মানুষেরই মঙ্গল হবে । তিনি জনগণকেও মদ খেতে বারণ করলেন বললেন মানুষ যদি না মদ খায় সরকার কি করে মদ বিক্রি করবে । তাই জনগণ ও সরকারকে উভয়কেই সচেতন হতে হবে, তবেই দেশের যুব সমাজকে ও দেশের নেশা গ্রস্থ মানুষকে মাদক জাত দ্রব্য মদ ও তামাক জাত দ্রব্য গাঁজা হেরোইন ফুটুস বিড়ি সিগারেট প্রভৃতি নেশার দ্রব্য থেকে মদের নেশা সর্বনাশা থেকে রক্ষা করা যাবে।। সুতরাং সরকার ও জনগণ উভয়কেই সচেতন হতে হবে তবেই মদের নেশা সর্বনাশার হাত থেকে দেশকে রক্ষা করা যাবে ।। স্বপন বাউল আরো বলেন আমি যত দিন বাঁচব সমাজের সকল সমস্যা নিয়ে ও কুসংস্কার কুপ্রথা বিষয়ে সচেতন করার সময় সারা রাজ্যে জেলায় জেলায় ও রাজধানীতে দেশের অন্য রাজ্যে গিয়েও আমি মাদক দ্রব্য মদ ও তামাক জাত দ্রব্য গাঁজা হেরোইন , সিগারেট ধূমপান বর্জনের ডাক দিয়ে বাউলগানে সচেতন চালিয়ে যাবো। সকলকে সচেতন না করতে পারলেও কিছু মানুষকে তো সচেতন করে বোঝাতে পারব মদের নেশা সর্বনাশা।