গ্রামের পাতায়

মদনমোহনপুরের কাঠের সেতু ভগ্নপ্রায়।

পটাশপুর -২ ব্লকের মথুরা অঞ্চলের হাকিমপুর, জামনগর,বুধিঝোড়,ফাজেলপুর ও মদনমোহনপুর- এই পাঁচগ্রামের যোগাযোগের কেন্দ্রস্হল পঞ্চগ্রাম বাজারের সাথে সংযোগকারী ইটাবেড়িয়া খালের উপর মদনমোহনপুরের কাঠের সেতু ভগ্নপ্রায়। লকডাউনের সময় ছোট ছোট ছেলে মেয়ে,রোগী, গর্ভবতী মায়েদের ও জনসাধারণের পারাপারের অনুপযুক্ত হয়ে পড়েছে সেতুটি। সেই সাথে পটাশপুর -১ ব্লকের কাটরঙ্কার সাথে সংযোগকারী সেচদপ্তরের সেতুটিও জরাজীর্ণ হয়ে পড়েছে। মদনমোহনপুর- বুধিজোড় ও কাটরঙ্কার দুটি ভগ্নপ্রায় কাঠের সেতু অবিলম্বে মেরামতি ও কংক্রিট করণের দাবী জানিয়ে কাঁথি সেচ দপ্তরের নির্বাহী বাস্তুকার কে ই-মেইল বার্তা পাঠিয়েছেন সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

Related Articles

Back to top button