জেলা

মহিষাদলে অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশকর্মীর

প্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুরঃ মঙ্গলবার দুপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশকর্মীর। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত কাপাসএড়িয়ায়।জানা গিয়েছে,  মৃত ওই পুলিশকর্মীর নাম, মতিবুল মল্লিক(৩৭)। 
জানা গেছে, মঙ্গলবার দুপুরে ডিউটিতে যোগ দেওয়ার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ওই ব্যক্তি। দুপুর ২টা নাগাদ ওই পুলিশ কর্মী ৪১নং জাতীয় সড়কের কাপাসএড়িয়ার কাছে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় হঠাৎ একটি অ্যাম্বুলেন্স উল্টো দিক থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ওই পুলিশকর্মীকে ধাক্কা মারে। ঘটনায় সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ওই পুলিশকর্মীর। এরপর মহিষাদল থানার পুলিশ গিয়ে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে নিয়ে আসে। স্থানীয় সূত্রে খবর, মৃত ওই ব‍্যাক্তি কলকাতা পুলিশের একজন কর্মী। তার বাড়ি মহিষাদলের জগন্নাথপুর গ্রামে। এদিন দুপুরে তিনি কলকাতায় ডিউটিতে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ এসে এম্বুলেন্স ধাক্কা মারা মৃত্যু হয় ওই কর্মীর। গোটা ঘটনায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে গোটা মহিষাদল এলাকায়। পুলিশ ঘাতক ওই এম্বুলেন্সটিকে আটক করেছে। মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস জানান, “ওই ব‍্যক্তি জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকার সময় একটি এম্বুলেন্স এসে ধাক্কা মারে।তারপর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button